প্রথম অধ্যায় : কম্পিউটার সংগঠন ও আর্কিটেকচার প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১। কম্পিউটার সংগঠন কী?

উত্তরঃ কম্পিউটার সংগঠন বলতে হার্ডওয়্যার অবকাঠামোকে বুঝানো হয়। কম্পিউটার সংগঠনকে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ, ইনপুট ও আউটপুট তিন অংশে ভাগ করা যায়।

 

প্রশ্ন-২। ইনপুট ইউনিট কী?

উত্তরঃ ইনপুট ইউনিট দিয়ে কম্পিউটারে তথ্য বা নির্দেশনা ইনপুট বা প্রদান করা হয়। যেমন- কীবোর্ড, মাউস, স্ক্যানার ইত্যাদি।

 

প্রশ্ন-৩। গাণিতিক যুক্তি অংশ কী?

উত্তরঃ Arithmatic and Logic Unit সিপিইউ এর Execution ইউনিট। এই অংশে গাণিতিক ও যৌক্তিক সিদ্ধান্তমূলক কাজ সংঘটিত হয়।

 

প্রশ্ন-৪। আউটপুট ইউনিট কী?

উত্তরঃ আউটপুট ইউনিট কম্পিউটারের প্রক্রিয়াকরণের ফলাফল প্রদান করে। যেমন- মনিটর, প্রিন্টার, স্পিকার ইত্যাদি।

 

প্রশ্ন-৫। Stored program ধারণাটি কোন বিজ্ঞানীর?

উত্তরঃ জন ভন নিউম্যান (John Von Neumann) নামক একজন হাঙ্গেরীয় আমেরিকান গণিতবিদের।

 

প্রশ্ন-৬। এ্যারে প্রসেসর কী?

উত্তরঃ যে প্রসেসর একই নির্দেশের মাধ্যমে একাধিক উপাত্ত প্রক্রিয়া করতে পারে তাকে এ্যারে প্রসেসর বলে।

 

প্রশ্ন-৭। কন্ট্রোল ইউনিট কী?

উত্তরঃ কন্ট্রোল ইউনিট সিপিইউ এর কার্যক্রমকে নিয়ন্ত্রণ ও সুসংহত করে।

 

প্রশ্ন-৮। নিয়ন্ত্রন অংশ কী?

উত্তরঃ যে অংশের মাধ্যমে কম্পিউটারের সকল কার্য নিয়ন্ত্রিত হয় তাকে কন্ট্রোল ইউনিট বলা হয়। এটি কম্পিউটারের মাইক্রোপ্রসেসরের একটি অংশ যা কম্পিউটারের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে থাকে।

 

প্রশ্ন-৯। ইন্সট্রাকশন সেট কী?

উত্তরঃ ইন্সট্রাকশন সেট হলো মেশিন কোড ইন্সট্রাকশনের সমষ্টি বা তালিকা যা প্রসেসরকে বিভিন্ন ধরনের কার্য নির্বাহ করায়।

 

প্রশ্ন-১০। মেশিন সাইকেল কী?

উত্তরঃ ইন্সট্রাকশন নির্বাহের চারটি ধাপকে মেশিন সাইকেল বলা হয়।

 

প্রশ্ন-১১। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ কী?

উত্তরঃ CPU এর পূর্ণরূপ হলো Central Processing Unit। কম্পিউটারের নিয়ন্ত্রণ, গাণিতিক যুক্তি এবং স্মৃতি এ অংশগুলোর সমন্বয়ে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত।

 

প্রশ্ন-১২। ALU কী?

উত্তরঃ ALU এর পূর্ণরূপ হলো Arithmetic and Logic Unit (গাণিতিক যুক্তি অংশ)। এটি সিপিইউ এর Execution ইউনিট। এই অংশে গাণিতিক ও যৌক্তিক সিদ্ধান্ত মূলক কাজ সংঘটিত হয়।

 

প্রশ্ন-১৩। ইন্সট্রাকশন সময় কী?

উত্তরঃ মেশিন সাইকেলের প্রথম দুইটি ধাপ সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ইন্সট্রাকশন সময় বলা হয়।

 

প্রশ্ন-১৪। ডেটা বাস কী?

উত্তরঃ বিভিন্ন চিপের মধ্যে ডেটা আদান প্রদান করার বাসকে ডেটা বাস বলা হয়।

 

প্রশ্ন-১৫। কম্পিউটার বাস কী?

উত্তরঃ কম্পিউটারের বিভিন্ন ডিভাইসের মধ্যে ডিজিটাল তথ্য (০ ও ১) চলাচলের জন্য যে মাধ্যম তাকে কম্পিউটার বাস বলা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১৬। আনয়ন চক্র কী?
উত্তরঃ প্রোগ্রামের প্রথম নির্দেশকে স্মৃতি হতে নিয়ন্ত্রণ অংশে এনে পরীক্ষা করার প্রক্রিয়াকে আনয়ন চক্র (Fetch cycle) বলা হয়।

প্রশ্ন-১৭। এক্সিকিউট সাইকেল কী?
উত্তরঃ ইন্সট্রাকশন এক্সিকিউট এবং স্টোরকে একসাথে এক্সিকিউট সাইকেল বলা হয়।

প্রশ্ন-১৮। কম্পিউটার আর্কিটেকচার কি?
উত্তরঃ কম্পিউটার আর্কিটেকচার হচ্ছে কম্পিউটার সিস্টেমের Conceptual নকশা এবং কম্পিউটারের বেসিক অপারেশনের গঠন বিন্যাস। কম্পিউটার আর্কিটেকচারকে কম্পিউটারের Blue Print (নীল নকশা) বলা যেতে পারে।

প্রশ্ন-১৯। প্যারালাল প্রসেসর কাকে বলে?
উত্তরঃ একাধিক প্রসেসরের মাধ্যমে একই সঙ্গে কম্পিউটারের কার্যাবলি নির্বাহের পদ্ধতিকে প্যারালাল প্রসেসর বলে।

প্রশ্ন-২০। পাইপলাইন প্রসেসর কাকে বলে?
উত্তরঃ যে প্যারালাল প্রসেসর কতকগুলো নির্দেশকে নিজস্ব গতিতে, নির্দিষ্ট সময় সাপেক্ষে নির্বাহ করে তাকে পাইপলাইন প্রসেসর বলে।

প্রশ্ন-২১। ডেটা হার কাকে বলে?
উত্তরঃ প্রতি সেকেন্ডে যতগুলো বিট বা শব্দ পড়া বা লেখা যায় তাকে ডেটা হার বলে।

প্রশ্ন-২২। মাল্টিপ্রসেরর কী?
উত্তরঃ যে পদ্ধতিতে একাধিক প্রসেসর যৌথভাবে কাজ করে এবং প্রসেসরগুলো একটি সফটওয়্যারের পৃথক পৃথক নির্দেশনা নির্বাহ করে তাকে মাল্টিপ্রসেরর বলে।

প্রশ্ন-২৩। রিস্ক (RISC) প্রসেসর কী?
উত্তরঃ RISC এর পূর্ণরূপ হলো- Reduced Instruction Set Computer। রিস্ক প্রসসরে সরল এবং ছোট মোডের ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। একটি একক ইনস্ট্রাকশন নির্বাহের ক্ষেত্রে রিস্ক কম সময় নেয়।

প্রশ্ন-২৪। সিস্ক প্রসেসর পূর্ণরূপ কি?
উত্তরঃ CISC এর পূর্ণরূপ হলো Complex Instruction Set Computing।

প্রশ্ন-২৫। মিসড ও মিমড প্রসেসর কী?
উত্তরঃ বিভিন্ন ব্যবহার করে একই ধরনের উপাত্ত প্রক্রিয়াকরণের ব্যবস্থাকে মিসড প্রসেসর ও বিভিন্ন নির্দেশ ব্যবহার করে বিভিন্ন উপাত্ত প্রক্রিয়াকরণের ব্যবস্থাকেমিমড প্রসেসর বলে।