জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. কোনো বস্তুর জড়তা এর কীসের ওপর নির্ভর করে?
উত্তর : কোনো বস্তুর জড়তা এর ভরের ওপর নির্ভর করে।
প্রশ্ন-২. জড়তা কাকে বলে?
উত্তর : পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে।
প্রশ্ন-৩. জড়তা কয় প্রকার?
উত্তর : জড়তা দুই প্রকার। যথা– ১. স্থিতি জড়তা ও ২. গতি জড়তা।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে কী বলে?
ক. স্থিতিস্থাপকতা
খ. বল
গ. পরমস্থিতি
ঘ. জড়তা
উত্তর : ঘ
২. জড়তা কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
উত্তর : ক
৩. পদার্থের জড়তার পরিমাপ কোনটি?
ক. বল
খ. ভর
গ. স্থিতিস্থাপকতা
ঘ. ভরবেগ
উত্তর : খ
৪. কোনটি বস্তুর একটি মৌলিক ধর্ম?
ক. আয়তন
খ. ঘনত্ব
গ. জড়তা
ঘ. তাপমাত্রা
উত্তর : গ
৫. বস্তুর স্থিতি জড়তা কোনটির সমানুপাতিক?
ক. ভরের
খ. আয়তনের
গ. ঘনত্বের
ঘ. স্থিতিস্থাপকতার
উত্তর : ক
৬. গাড়ি হঠাৎ চলতে শুরু করলে কোনটির কারণে আরোহী পিছনের দিকে হেলে পড়ে?
ক. স্থিতি জড়তা
খ. বলের প্রতিক্রিয়া
গ. গতি জড়তা
ঘ. বাতাসের বাধা
উত্তর : ক
৭. ধূলিময় পোশাক ছড়ি দিয়ে আঘাত করলে পোশাক সরে যায়, কিন্তু ধূলিকণা নিচে পড়ে যায় কোনটির কারণে?
ক. গতি জড়তা
খ. ভরবেগ
গ. বাতাসের বাঁধা
ঘ. স্থিতি জড়তা
উত্তর : ঘ
৮. নির্দিষ্ট ভরসম্পন্ন কোনো বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক?
ক. গতিবেগ
খ. ঘনত্ব
গ. ভর
ঘ. আয়তন
উত্তর : ক