এইচএসসি (HSC) অর্থনীতি ২য় পত্র ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১. মানবসভ্যতার যাত্রা শুরু হয় কী দিয়ে?

 

ক. কৃষি খ. জুমচাষ

 

গ. সুতা বুনন ঘ. কাপড় তৈরি

 

সঠিক উত্তর : ক

 

২. কুইনাইন তৈরি হয় কী থেকে?

 

ক. পেনিসিলিয়াম খ. সিনকোনা

 

গ. অর্জুন ঘ. ছত্রাক

 

সঠিক উত্তর : খ

 

৩. কৃষিতে কয় ধরনের ফসল উৎপাদিত হয়?

 

ক. দুই খ. তিন

 

গ. চার ঘ. পাঁচ

 

সঠিক উত্তর : ক

 

৪. সামাজিক বনায়ন কার্যক্রমের প্রাথমিক সূচনা হয় কত সালে?

 

ক. ১৯৬৭ খ. ১৯৬৮

 

গ. ১৯৬৯ ঘ. ১৯৭০

 

সঠিক উত্তর : ক

 

৫. স্ট্র মাশরুমের উৎপাদন কখন হয়?

 

ক. সারা বছর খ. বর্ষাকালে

 

গ. শীতকালে ঘ. গরমকালে

 

সঠিক উত্তর : ঘ

 

৬. সেচের পানির উৎস কয়টি?

 

ক. ২টি খ. ৩টি

 

গ. ৪টি ঘ. ৫টি

 

সঠিক উত্তর : ক

 

৭. বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি?

 

ক. কৃষি খ. রেমিট্যান্স

 

গ. চামড়া ঘ. গার্মেন্টস

 

সঠিক উত্তর : ক

 

৮. মধ্যমেয়াদি কৃষিঋণের সময়কাল কত দিন?

 

ক. ১-৩ বছর খ. ১-৪ বছর

 

গ. ১-৫ বছর ঘ. ১-৬ বছর

 

সঠিক উত্তর : গ

 

৯. সবচেয়ে বেশি মাশরুমের চাষ হয় কোন দেশে?

 

ক. চীন খ. ভারত

 

গ. ইতালি ঘ. জাপান

 

সঠিক উত্তর : ক

 

১০. মালিকানার ভিত্তিতে কৃষি খামার কত প্রকার?

 

ক. ২ খ. ৩

 

গ. ৪ ঘ. ৫

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

গ. ৮ ঘ. ৯

 

সঠিক উত্তর : ক

 

১৯. কোন রপ্তানি পণ্যকে ‘White Gold’ বলা হয়?

 

ক. হিমায়িত চিংড়ি

 

খ. তৈরি পোশাক

 

গ. পাটের আঁশ

 

ঘ. চিনি

 

সঠিক উত্তর : ক

 

২০. মালিকানার ভিত্তিতে কৃষি খামার কত প্রকার?

 

ক. দুই খ. তিন

 

গ. চার ঘ. পাঁচ

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

২৮. জলবায়ু পরিবর্তনের ফলে —

 

i. প্রাণিকুলের প্রজননপ্রক্রিয়া বাধাগ্রস্ত হয়

 

ii. অতিবৃষ্টি ও অনাবৃষ্টি দেখা দেয়

 

iii. মাটির আর্দ্রতা হ্রাস পায়

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

 

 

 

 

 

 

 

 

২৯. শস্য বহুমুখীকরণের ফলে —

i. একাধিক ফসল পাওয়া যায়

ii. বহুমুখী চাহিদা পূরণ হয়

iii. উৎপাদনঝুঁকি হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩০. কৃষিপণ্য বিপণন সমস্যার সমাধানে প্রয়োজন —

i. বাজার ব্যবস্থার উন্নয়ন

ii. কৃষিপণ্যের বাজার নিয়ন্ত্রণ

iii. পণ্যমূল্যের স্থিতিশীলতা রক্ষা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩১. বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কী?

ক. সেবা খ. শিল্প

গ. বাণিজ্য ঘ. কৃষি

সঠিক উত্তর : ঘ

৩২. পরস্পর স্বেচ্ছায় জমি একত্র করে যে খামার গড়ে তোলা হয়, তাকে কী বলে?

ক. ব্যক্তিগত খামার

খ. ক্ষুদ্রায়তন খামার

গ. সমবায় খামার

ঘ. যৌথ খামার

সঠিক উত্তর : গ

৩৩. বাংলাদেশে কৃষির উপখাত কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর : গ

৩৪. ‘Biotechnology’ শব্দটি কত সালে প্রথম ব্যবহৃত হয়?

ক. ১৯১৯ সালে

খ. ১৯৭১ সালে

গ. ১৯৭৬ সালে

ঘ. ২০০০ সালে

সঠিক উত্তর : ক

৩৫. বৈশ্বিক উষ্ণায়নের জন্য মূলত দায়ী কে?

ক. মানুষ খ. সূর্য

গ. সমুদ্র ঘ. খাল

সঠিক উত্তর : ক