বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ?
ক) বালি
খ) কাগজ
গ) কাচ
ঘ) বিদ্যুৎ
সঠিক উত্তর : ক
২। কোন সম্পদটি সীমিত?
ক) সূর্যের আলো
খ) কয়লা
গ) বায়ু
ঘ) পানি
সঠিক উত্তর : খ
৩। সূর্য থেকে শক্তি পাওয়ার জন্য নিচের কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়?
ক) সৌর প্যানেল
খ) টারবাইন
গ) বাঁধ
ঘ) বৈদ্যুতিক পাখা
সঠিক উত্তর : ক
৪। নিচের কোনটি মানবসৃষ্ট সম্পদ?
ক) পাথর
খ) পশুপাখি
গ) গাছপালা
ঘ) কাচ
সঠিক উত্তর : ঘ
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১। মানবসৃষ্ট সম্পদের ৫টি উদাহরণ দাও।
উত্তর : মানবসৃষ্ট সম্পদের ৫টি উদাহরণ হলো– i. কাগজ, ii. প্লাস্টিক, iii. কাচ, iv. বিদ্যুৎ ও v. ঘরবাড়ি।
২। অনবায়নযোগ্য সম্পদের ৩টি বিকল্প সম্পদের উদাহরণ দাও।
উত্তর : অনবায়নযোগ্য সম্পদ একবার ব্যবহার করলে তা আর ফিরে পাওয়া যায় না। এর ৩টি বিকল্প সম্পদের উদাহরণ হলো– i. সূর্যের আলো, ii. বায়ুপ্রবাহ ও iii. পানির স্রোত।
৩। আমরা কীভাবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি?
উত্তর : আমরা শক্তির ব্যবহার কমিয়ে, বস্তুর পুনর্ব্যবহার এবং রিসাইকেল করার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার করতে পারি।
৪। মানবসৃষ্ট সম্পদ কী?
উত্তর : মানুষ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যে সম্পদ তৈরি করে তাই মানবসৃষ্ট সম্পদ