সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১. নবান্ন উৎসব হয় কোন ঋতুতে?

 

ক. বর্ষা খ. শরৎ

 

গ. হেমন্ত ঘ. শীত

 

সঠিক উত্তর : গ

 

২. কোন দেশের অধিকাংশ মানুষ বাঙালি?

 

ক. নেপাল খ. ভারত

 

গ. ভুটান ঘ. বাংলাদেশ

 

সঠিক উত্তর : ঘ

 

৩. বৌদ্ধধর্মের লোকেরা কার অনুসারী?

 

ক. যিশুখ্রিষ্টের খ. শ্রীকৃষ্ণের

 

গ. গৌতমবুদ্ধের ঘ. নানকের

 

সঠিক উত্তর : গ

 

৪. গায়েহলুদ অনুষ্ঠানটি আমাদের কোন সংস্কৃতির অন্তর্গত?

 

ক. শহুরে সংস্কৃতির খ. গ্রামীণ সংস্কৃতির

 

গ. লোকসংস্কৃতির ঘ. ধর্মীয় সংস্কৃতির

 

সঠিক উত্তর : গ

 

 

 

৫. বাংলার ও আরবের মুসলমানদের মধ্যে কী ধরনের পার্থক্য রয়েছে?

 

ক. ভাষাগত খ. নীতিগত

 

গ. প্রকৃতিগত ঘ. পরিবেশগত

 

সঠিক উত্তর : ক

 

৬. মানুষের ব্যক্তি ও সমাজজীবনে কোনটি বড় ভূমিকা পালন করে?

 

ক. প্রকৃতি খ. পরিবেশ

 

গ. ধর্ম ঘ. ধর্মীয় যাজক

 

সঠিক উত্তর : গ

 

৭. বৈশাখী পূর্ণিমা কাদের ধর্মীয় অনুষ্ঠান?

 

ক. খ্রিষ্টানদের খ. মুসলমানদের

 

গ. হিন্দুদের ঘ. বৌদ্ধদের

 

সঠিক উত্তর : ঘ

 

৮. কারা বাংলা ভাষায় কথা বলে?

 

ক. বাঙালিরা খ. আরবীয়রা

 

গ. চীনারা ঘ. ইরানিরা

 

সঠিক উত্তর : ক

 

৯. কোন ধর্মের মানুষ বিভিন্ন পূজা উৎসব পালন করে?

 

ক. মুসলিম খ. হিন্দু

 

গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান

 

সঠিক উত্তর : খ

 

১০. বাংলাদেশে মুসলমানদের পর কোন ধর্মের মানুষের সংখ্যা বেশি?

 

ক. হিন্দু খ. বৌদ্ধ

 

গ. খ্রিষ্টান ঘ. শিখ

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

 

 

১১. বুদ্ধপূর্ণিমা কোন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব?

 

ক. মুসলিম খ. খ্রিষ্টান

 

গ. হিন্দু ঘ. বৌদ্ধ

 

সঠিক উত্তর : ঘ

 

১২. খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব কোনটি?

 

ক. বড়দিন খ. কালীপূজা

 

গ. রথযাত্রা ঘ. শিবপূজা

 

সঠিক উত্তর : ক

 

১৩. একসময় এ দেশের অধিকাংশ মানুষ কিসের পূজারি ছিল?

 

ক. পীরের খ. দেবতার

 

গ. প্রকৃতির ঘ. ঈশ্বরের

 

সঠিক উত্তর : গ

 

১৪. কিসের কড়াকড়ির জন্য নিম্নবর্গের মানুষ ইসলামের সাম্যের বাণীতে আকৃষ্ট হয়েছে?

 

ক. সাম্যের খ. বর্ণপ্রথার

 

গ. ব্রাহ্মণদের ঘ. দেব–দেবীর

 

সঠিক উত্তর : খ

 

১৫. মাতৃস্থানীয় সমাজ কাদের?

 

ক. মারমা খ. গারো

 

গ. চাকমা ঘ. ওঁরাও

 

সঠিক উত্তর : খ

 

১৬. কোন যুগের মানুষের মাধ্যমে মুসলিম সমাজের প্রসার ঘটেছে?

 

ক. প্রাচীন যুগের খ. নব্য প্রাচীন যুগের

 

গ. মধ্যযুগের ঘ. আধুনিক যুগের

 

সঠিক উত্তর : গ

 

১৭. সাঁওতালরা যেসব উৎসব পালন করে—

 

i. বাহা

 

ii. ফাগুয়া

 

iii. সোহরাই

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. ii, iii

 

গ. i ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : গ

 

১৮. কার জীবনকে ঘিরে বৈশাখী পূর্ণিমা অনুষ্ঠানের আয়োজন করা হয়?

 

ক. গৌতমবুদ্ধ খ. যিশুখ্রিষ্ট

 

গ. শ্রীকৃষ্ণ ঘ. মা দুর্গা

 

সঠিক উত্তর : ঘ

 

১৯. যিশুখ্রিষ্টের জন্মদিনকে কী বলা হয়?

 

ক. ছোটদিন খ. বড়দিন

 

গ. বৈশাখী পূর্ণিমা ঘ. বুদ্ধপূর্ণিমা

 

সঠিক উত্তর : খ

 

২০. সিলেট অঞ্চলে কারা বাস করে?

 

ক. রাখাইন খ. চাকমা

 

গ. খাসিয়া ও মণিপুরি ঘ. হাজং

 

সঠিক উত্তর : গ

 

 

 

 

 

 

 

 

 

 

 

২১. কোন দেশের বেশির ভাগ মানুষ মুসলমান?

 

ক. বাংলাদেশ খ. ভারত

 

গ. নেপাল ঘ. ভুটান

 

সঠিক উত্তর : ক

 

২২. বাংলাদেশের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে, কারণ—

 

i. বাঙালি সংকর জাতি

 

ii. এ দেশের ঋতু বৈচিত্র্যপূর্ণ

 

iii. বিভিন্ন ভাষাভাষী লোকজনের অবস্থান

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

২৩. বাংলাদেশের মানুষের প্রধান ভাষা কোনটি?

 

ক. আরবি খ. হিন্দি

 

গ. ইংরেজি ঘ. বাংলা

 

সঠিক উত্তর : ঘ

 

২৪. অর্পা বৈশাখী পূর্ণিমায় অনেক মজা করেছে। এ অনুষ্ঠান কোন ধর্মের সঙ্গে সম্পৃক্ত?

 

ক. ইসলাম ধর্ম খ. হিন্দুধর্ম

 

গ. বৌদ্ধধর্ম ঘ. খ্রিষ্টধর্ম

 

সঠিক উত্তর : গ

 

২৫. ধর্ম মানুষের যেসব ক্ষেত্রে বড় ভূমিকা রাখে—

 

i. ব্যক্তিজীবনে

 

ii. সমাজজীবনে

 

iii. রাষ্ট্রীয় জীবনে

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. ii ও iii

 

গ. i, ii ও iii ঘ. i ও iii

 

সঠিক উত্তর : গ

 

২৬. বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে উদ্যাপন করে—

 

i. নবান্ন উৎসব

 

ii. রথযাত্রা

 

iii. বৈশাখী মেলা

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. ii ও iii

 

গ. i, ii ও iii ঘ. i ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

২৭. চারুকলার চর্চার মধ্যে রয়েছে —

 

i. মূর্তি তৈরি ও এর সাজসজ্জা

 

ii. পাট নির্মাণ

 

iii. হোমযজ্ঞ

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. i, ii ও iii ঘ. i ও iii

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

 

২৮. বাংলা ভাষায় যেসব ভাষার মিশ্রণ রয়েছে—

 

i. আরবি

 

ii. সংস্কৃতি

 

iii. আর্য

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

২৯. গ্রামীণ জীবনে সামাজিক বন্ধন অটুট হওয়ার কারণ কী?

 

ক. গ্রামের মানুষ সহজ–সরল

 

খ. লেখাপড়া কম জানে

 

গ. বেশির ভাগ কৃষিজীবী

 

ঘ. বিভিন্ন অনুষ্ঠানে একত্র হয়

 

সঠিক উত্তর : ঘ

 

৩০. কারা যার যার পেশা নিয়ে ব্যস্ত থাকে?

 

ক. গ্রামের মানুষ খ. শহরের মানুষ

 

গ. ধনী মানুষ ঘ. গরিব মানুষ

 

সঠিক উত্তর : খ

 

৩১. কোনটিকে কেন্দ্র করে বাংলাদেশে একসময় ব্যবসা-বাণিজ্য শুরু হয়?

 

ক. শহর খ. নগর

 

গ. গ্রাম ঘ. মফস্বল

 

সঠিক উত্তর : ক

 

৩২. কোন দেশকে একসময় একটি বড় গ্রাম বলা হতো?

 

ক. চীন খ. সিঙ্গাপুর

 

গ. বাংলাদেশ ঘ. লিবিয়া

 

সঠিক উত্তর : গ

 

৩৩. মানুষ যা করে, যা ভাবে, এমন সবকিছুকে কী বলা হয়?

 

ক. প্রথা খ. সভ্যতা

 

গ. সংস্কৃতি ঘ. রীতিনীতি

 

সঠিক উত্তর : গ

 

৩৪. গ্রামীণ জীবন সাধারণত কিসের সঙ্গে জড়িত?

 

ক. শিল্প খ. কৃষি

 

গ. ব্যবসা ঘ. চাকরি

 

সঠিক উত্তর : খ

 

৩৫. গ্রামের অনেক পুরুষ ও নারী কোন কারখানায় কাজ নিয়ে শহরে চলে আসেন?

 

ক. পোশাক খ. চিনি

 

গ. কাগজ ঘ. সিমেন্ট

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩৬. বর্তমানে কৃষক জমি চাষে ব্যবহার করছেন —

 

i. ট্রাক্টর

 

ii. শ্যালো মেশিন

 

iii. লাঙল

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. ii ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

৩৭. বর্তমানে জমিতে বেশি ব্যবহার করা হচ্ছে—

 

i. কীটনাশক

 

ii. জৈব সার

 

iii. রাসায়নিক সার

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : খ

 

৩৮. গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষের ভিন্ন খাবার হচ্ছে —

 

i. বার্গার

 

ii. স্যান্ডউইচ

 

iii. ভাত

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. ii, iii

 

গ. i ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ক

 

৩৯. শহরের মানুষের অন্যতম বিনোদন হচ্ছে —

 

i. মঞ্চনাটক

 

ii. সিনেমা

 

iii. টেলিভিশন

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. ii, iii

 

গ. i ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

৪০. লোক উৎসব সংস্কৃতির কোন ধরনের উপাদান?

 

ক. বস্তুগত খ. অবস্তুগত

 

গ. ব্যবহারিক ঘ. বৈজ্ঞানিক

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৪১. যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে, তাকে কী বলা হয়?

ক. উপসংস্কৃতি  খ. গ্রামীণ সংস্কৃতি

গ. লোকসংস্কৃতি  ঘ. শহুরে সংস্কৃতি

সঠিক উত্তর : গ

৪২. ওঁরাও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোন মাস থেকে বছর গণনা শুরু করে?

ক. ফাল্গুন  খ. চৈত্র

গ. বৈশাখ  ঘ. মাঘ

সঠিক উত্তর : ক

৪৩. লোকসংস্কৃতির অবস্তুগত উপাদান কোনটি?

ক. লোকগীতি  খ. ধাঁধা

গ. সাহিত্য  ঘ. খনার বচন

সঠিক উত্তর : গ

৪৪. লোকসংস্কৃতির বস্তুগত উপাদান কোনটি?

ক. পালকি  খ. খনার বচন

গ. লোকনাটক  ঘ. পল্লিগীতি

সঠিক উত্তর : ক

৪৫. লোকসংস্কৃতি বলতে কোনটি বোঝায়?

ক. বেদে সম্প্রদায়

খ. গ্রামের মানুষের সংস্কৃতি

গ. শহরের মানুষের সংস্কৃতি

ঘ. লোকসমাজের সংস্কৃতি

সঠিক উত্তর : ঘ

৪৬. বাংলাদেশে আদিকাল থেকেই মানুষ কোন সংস্কৃতি লালন করছে?

ক. লোকসংস্কৃতি  খ. গ্রামীণ সংস্কৃতি

গ. শহুরে সংস্কৃতি  ঘ. বেদে সংস্কৃতি

সঠিক উত্তর : ক

৪৭. কোন সমাজ থেকে লোকসংস্কৃতির যাত্রা শুরু হয়েছে?

ক. দাস সমাজ

খ. শিল্প সমাজ

গ. গ্রামীণ কৃষিজীবী সমাজ

ঘ. সামন্ত সমাজ

সঠিক উত্তর : গ