প্রশ্ন-১। অনুমিত সিদ্ধান্ত কি? (What is Hypothesis?)
উত্তরঃ অনুমিত সিদ্ধান্ত হল কোনো জিনিস সম্পর্কে একটি ধারণা বা ব্যাখ্যা যা পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয়।
প্রশ্ন-২। কম্পোস্ট কি? এটি কী কাজে লাগে?
উত্তরঃ কম্পোস্ট হচ্ছে উদ্ভিদের অবশিষ্টাংশ, গবাদি পশুর উচ্ছিষ্ট, গৃহস্থালির আবর্জনা, আগাছা, খড়কুটো প্রভৃতির এক বা একাধিক উপাদান পচনের ফলে সৃষ্ট জৈব সার।
কম্পোস্ট যে কাজে লাগে : কম্পোস্ট জমির সার হিসেবে কাজে লাগে। জৈব পদার্থ না পচিয়ে জমিতে প্রয়োগ করা হলে উদ্ভিদের জন্য তা ক্ষতিকর হতে পারে। এ কারণে জমির বাইরে জৈব পদার্থ দিয়ে কম্পোস্ট তৈরি করে তা জমিতে প্রয়োগ করলে জমির কোন ক্ষতি করে না; বরং বেশ লাভবান হওয়া যায়।
প্রশ্ন-৩। অনুবন্ধী অম্ল-ক্ষারক যুগল বলতে কি বুঝায়?
উত্তরঃ কোনো ক্ষারকের সাথে প্রোটন সংযোগের ফলে যে অম্লের সৃষ্টি হয় তাকে সে ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে। যেমন,
NH3 + H+ → NH4+
আবার, কোনো অম্ল থেকে একটি প্রোটন অপসারণের ফলে যে ক্ষারক সৃষ্টি হয় তাকে সে অম্লের অনুবন্ধী ক্ষারক বলে। যেমন,
H2SO4 → HSO4− + H+
প্রশ্ন-৪। প্রোপিনের অসম্পৃক্ততা কীভাবে প্রমাণ করবে?
উত্তরঃ প্রোপিনের অসম্পৃক্ততা প্রমাণের পরীক্ষা নিম্নে দেওয়া হলো:
ক্ষারীয় 2% পটাশিয়াম পারম্যাঙ্গানেট (KMnO4) লালচে বেগুনী বর্ণযুক্ত দ্রবণ। শীতল ও লঘু এ বেগুনি বর্ণের দ্রবণ প্রোপিনের সাথে বিক্রিয়া করে দ্রুত বর্ণহীন দ্রবণে পরিণত হয়। পরীক্ষণটিকে বেয়ার পরীক্ষা বলে।
এভাবে ক্ষারীয় KMnO4 দ্রবণ বর্ণহীনতা দেখে প্রোপিনের অসম্পৃক্ততা প্রমাণ করা যায়।