সমবিভব তল কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যে তলের সকল বিন্দুতে বৈদ্যুতিক বিভবের মান সমান, তাকে সমবিভব তল বলে।

সমবিভব তলের উপরিস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক বিভব পার্থক্য শূন্য বলে এক বিন্দু হতে অন্য বিন্দুতে চার্জকে নিয়ে যেতে কোনো কাজ করতে হয় না। চার্জিত গোলাকার পরিবাহী কর্তৃক সৃষ্ট সমবিভব তলগুলো গোলীয় এবং তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সাথে সমকোণী।