প্রশ্ন-১। শাসন বিভাগের অপর নাম কী?
উত্তরঃ শাসন বিভাগের অপর নাম নির্বাহী বিভাগ।
প্রশ্ন-২। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উত্তরঃ মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হলেন সচিব।
প্রশ্ন-৩। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কী?
উত্তরঃ ‘সার্বভৌমত্ব’ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা।
প্রশ্ন-৪। কাঠামো ভিত্তিক পরিবার কত প্রকার?
উত্তরঃ কাঠামো ভিত্তিক পরিবার দুই প্রকার।
প্রশ্ন-৫। সমাজ কাকে বলে?
উত্তরঃ একদল লোক যখন সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে, তখন তাকে সমাজ বলে।
প্রশ্ন-৬। ‘সিভিস’ শব্দের অর্থ কী?
উত্তরঃ সিভিস শব্দের অর্থ নাগরিক।
প্রশ্ন-৭। পারিবারিক কাঠামো অনুযায়ী পরিবার দুই প্রকার?
উত্তরঃ পারিবারিক কাঠামো অনুযায়ী পরিবার কত প্রকার।
প্রশ্ন-৮। বাংলাদেশের সরকার প্রধান কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান।
প্রশ্ন-৯। যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?
উত্তরঃ যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল।
প্রশ্ন-১০। দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো রাষ্ট্র সৃষ্টির কোন মতবাদের প্রবর্তক ছিলেন?
উত্তরঃ দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো রাষ্ট্র সৃষ্টির সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক ছিলেন।
প্রশ্ন-১১। গারোদের মধ্যে কোন ধরনের পারিবারিক কাঠামো দেখা যায়?
উত্তরঃ গারোদের মধ্যে মাতৃতান্ত্রিক পারিবারিক কাঠামো দেখা যায়।
প্রশ্ন-১২। নাগরিকতা কী?
উত্তরঃ নাগরিকতা হলো রাষ্ট্রপ্রদত্ত নাগরিকের মর্যাদা।
প্রশ্ন-১৩। ঝুলন্ত পার্লামেন্ট কী?
উত্তরঃ যদি কোনো দেশের নির্বাচনে কোনো দলই একক সংখ্যা গরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়, তখন দুই বা ততোধিক দল মিলে কোয়ালিশন সরকার গঠন করে এবং পার্লামেন্ট যে কোনো মুহূর্তে ভেঙ্গে যেতে পারে। এ ধরনের পার্লামেন্টকে ঝুলন্ত পার্লামেন্ট বলে।
প্রশ্ন-১৪। ছয় দফা কর্মসূচি কি?
উত্তরঃ ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের লাহোরে বিরোধী দলের এক কনভেনশনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালিদের অধিকার সম্পর্কিত ৬টি দাবি তুলে ধরেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক উত্থাপিত এই ৬ দফা দাবিই হলো ঐতিহাসিক ৬ দফা কর্মসূচি।
প্রশ্ন-১৫। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কী?
উত্তরঃ রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় গিয়ে দলের নীতি ও আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা এবং নির্বাচনি কর্মসূচি বাস্তবায়ন করা। রাজনৈতিক দল একটি আদর্শ বা কিছু নীতি বা কর্মসূচির ভিত্তিতে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সংগঠিত হয়।
নির্বাচন বলতে কী বোঝায়?
উত্তরঃ নির্বাচন বলতে জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিকে বোঝায়। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে প্রতিনিধি বাছাই করে। প্রতিনিধি বাছাইয়ের প্রক্রিয়াকে নির্বাচন বলে। সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক শাসন পদ্ধতির অন্যতম শর্ত।
বিকল্প সরকার বলতে কী বোঝায়?
উত্তরঃ সংসদীয় শাসন ব্যবস্থায় বিরোধী দলকে বিকল্প সরকার বলে।
প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সংখ্যা গরিষ্ঠ দল যেন গণবিরোধী কাজে লিপ্ত না হয়, স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ না হয় সেদিকে বিরোধী দলগুলো সতর্ক দৃষ্টি রাখে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিরোধী দলই ‘বিকল্প সরকার’।
গণতন্ত্রে বিরোধী দলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিরোধী দল সরকারের ভুল ত্রুটি বা গণবিরোধী পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করে। বিরোধী দলের গঠনমূলক সমালোচনার ভয়ে সরকারি দল জনকল্যাণকর কাজে উদ্যোগী হয়।