অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারেনা  তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে।

সকল প্রাকৃতিক প্রক্রিয়াই অপ্রত্যাবর্তী। যেমনঃ

১) ভিন্ন তাপমাত্রায় দুটি বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে উচ্চ তাপমাত্রায় বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপ সঞ্চালিত হবে। কিন্তু কখনই নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ উচ্চ তাপমাত্রার বস্তুতে সঞ্চালিত হবে না। অতএব, এ প্রক্রিয়া অপ্রত্যাবর্তী।

২) ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। কিন্তু এই তাপকে পুনরায় কাজে রূপান্তরিত করা যায় না। সুতরাং ঘর্ষণ একটি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া।