অধ্যায়-৬: এসি জেনারেটর, এসএসসি (ভোকেশনাল) প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১। এসি জেনারেটর কী?

উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে পরিবর্তিত মানের এসি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে, তাকে এসি জেনারেটর বলে। এসি জেনারেটরে উৎপন্ন এসি ভোল্টেজ স্প্লিপ-রিংয়ের মাধ্যমে পরিবর্তিত ভোল্টেজ হিসেবে বহিঃবর্তনীতে প্রেরণ করে।

প্রশ্ন-২। এসি জেনারেটর কত প্রকার ও কি কি?

উত্তরঃ এসি জেনারেটর দু’প্রকার। যথা–

ক. রোটেটিং আর্মেচার টাইপ এসি জেনারেটর।

খ. রোটেটিং ফিল্ড টাইপ এসি জেনারেটর।

প্রশ্ন-৩। এসি জেনারেটরের উৎপন্ন বৈদ্যুতিক কারেন্ট কি উপায়ে বৃদ্ধি করা যায়?

উত্তরঃ এসি জেনারেটরের উৎপন্ন বৈদ্যুতিক কারেন্ট তিনটি উপায়ে বৃদ্ধি করা যায়। যথা-

ক. অধিক প্যাঁচ সংখ্যা বিশিষ্ট কয়েল ব্যবহার করে।

খ. শক্তিশালী চুম্বক ক্ষেত্র ব্যবহার করে।

গ. রোটরের ঘূর্ণন গতি বৃদ্ধি করে।

প্রশ্ন-৪। এসি জেনারেটরের ফীল্ডে যে এক্সাইটার হতে কারেন্ট সরবরাহ করা হয় তা সাধারণত কি ধরনের জেনারেটর?

উত্তরঃ এসি জেনারেটরের ফীল্ডে যে এক্সাইটার হতে কারেন্ট সরবরাহ দেয়া হয় তা সাধারণত ডিসি শান্ট জেনারেটর অথবা ডিসি কম্পাউন্ড জেনারেটর।

প্রশ্ন-৫। এসি জেনারেটরের ফীল্ডে কি ভোল্টেজ সাপ্লাই দেয়া হয়?

উত্তরঃ এসি জেনারেটরের ফীল্ডে ডিসি ভোল্টেজ সাপ্লাই দেয়া হয়।

প্রশ্ন-৬। রোটর কী? এটি কত প্রকার ও কি কি?

উত্তরঃ এসি জেনারেটরের ঘূর্ণায়মান অংশকে রোটর বলে। রোটর দু’প্রকার। যথা-

ক. সেলিয়েন্ট পোল রোটর এবং খ. নন-সেলিয়েন্ট পোল রোটর।

প্রশ্ন-৮। আর্মেচারকে জেনারেটরের কি বলা হয়?

উত্তরঃ আর্মেচারকে জেনারেটরের প্রাণ বলা হয়।

প্রশ্ন-৮। এসি জেনারেটরের মূলতত্ত্ব কিসের উপর নির্ভরশীল?

উত্তরঃ এসি জেনারেটরের মূলতত্ত্ব ইলেকট্রো-ম্যাগনেটিক ইন্ডাকশন নীতির উপর নির্ভর করে।

প্রশ্ন-৯। অল্টারনেটরের ফীল্ডকে উত্তেজিত করতে কি ব্যবহার করা হয়?

উত্তরঃ অল্টারনেটরের ফীল্ডকে উত্তেজিত করতে ডিসি শান্ট জেনারেটর বা কম্পাউন্ড জেনারেটর ব্যবহার করা হয়।

প্রশ্ন-১০। ফীল্ড এক্সাইটেশন কী?

উত্তরঃ জেনারেটরের ফীল্ড কর্তৃক প্রয়োজনীয় ফ্লাক্স উৎপাদনের জন্য ফীল্ড কয়েলে ডিসি সরবরাহ দেয়া হয় তাকে ফীল্ড এক্সাইটেশন বলে।

প্রশ্ন-১১। এক্সাইটার কী?

উত্তরঃ ডিসি সরবরাহ দেয়ার উদ্দেশ্যে একটি ডিসি শান্ট জেনারেটর অল্টারনেটরের রোটর শ্যাফটের সাথে কাম্পলিং করে বসানো হয়। এই ডিসি শান্ট জেনারেটরকে এক্সাইটার বলে।

প্রশ্ন-১২। এক্সাইটেশন কী?

উত্তরঃ এক্সাইটেশন অর্থ উত্তেজিত করা। যে পদ্ধতিতে এসি জেনারেটরের ফীল্ডকে ডিসি সরবরাহের সাহায্যে উত্তেজিত করা হয়, সেই পদ্ধতিকে এক্সাইটেশন বলে।