সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (পর্ব-৪)

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১। বঙ্গবন্ধু রচিত তৃতীয় গ্রন্থ কোনটি?

উত্তরঃ নয়া চীন ভ্রমণ।

প্রশ্ন-২। খুবি অর্থ কি?

উত্তরঃ খুবি অর্থ সৌন্দর্য, শোভা।

প্রশ্ন-৩। অসিধারা অর্থ কি?

উত্তরঃ অসিধারা অর্থ তরবারির তীক্ষ্ণ অগ্রভাগ।

প্রশ্ন-৪। অসিচর্ম অর্থ কি?

উত্তরঃ অসিচর্ম অর্থ ঢাল-তলোয়ার।

প্রশ্ন-৫। বিপ্রকর্ষের অপর নাম কী?

উত্তরঃ বিপ্রকর্ষের অপর নাম মধ্য স্বরাগম।

প্রশ্ন-৬। মৃন্ময় এর সন্ধি বিচ্ছেদ কি হবে?

উত্তরঃ মৃন্ময় এর সন্ধি বিচ্ছেদ=মৃৎ+ময়।

প্রশ্ন-৭। পামর শব্দের অর্থ কি?

উত্তরঃ পামর শব্দের অর্থ- পাপিষ্ঠ বা নরাধম।

প্রশ্ন-৮। হৌস শব্দের অর্থ কি?

উত্তরঃ হৌস শব্দের অর্থ- সওদাগরি দপ্তর বা অফিস।

প্রশ্ন-৯। BTC এর মানে কি?

উত্তরঃ BTC হলো একটি ভার্চুয়াল মুদ্রা। যাকে বলা হয় Bitcoin।

প্রশ্ন-১০। বিশ্বজগতের স্রষ্টা কে?

উত্তরঃ আল্লাহ।

প্রশ্ন-১১। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ কী?

উত্তরঃ মানুষ।

প্রশ্ন-১২। কে সকল প্রাণির আহার দেন?

উত্তরঃ আল্লাহ।

প্রশ্ন-১৩। মানুষ কার হুকুম মেনে চলবে?

উত্তরঃ আল্লাহ তায়া’লার হুকুম মেনে চলবে।

প্রশ্ন-১৪। ‘রব’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘রব’ শব্দের অর্থ প্রভু।

প্রশ্ন-১৫। আমাদের রব কে?

উত্তরঃ আল্লাহ।

প্রশ্ন-১৬। আল্লাহর পরিচয় কী?

উত্তরঃ আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোন শরীক নেই। তিনি কারও উপর নির্ভরশীল নন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, রিযিকদাতা ও পালনকর্তা।

প্রশ্ন-১৭। ইবাদাত অর্থ কী?

উত্তরঃ ইবাদাত অর্থ দাসত্ব করা। প্রভুর গোলামী করা।

প্রশ্ন-১৮। সর্বপ্রথম নবি কে?

উত্তরঃ হযরত আদম (আঃ)।

প্রশ্ন-১৯। সর্বশেষ নবি কে?

উত্তরঃ হযরত মুহাম্মদ (সাঃ)।

প্রশ্ন-২০। বিশ্বনবি ও শ্রেষ্ঠ নবি কে?

উত্তরঃ হযরত মুহাম্মদ (সাঃ)।