বিকীর্ণ তাপ শক্তির বৈশিষ্ট্য নিম্নরূপঃ
১) বিকীর্ণ তাপের শক্তি সঞ্চালনের জন্য জড় মাধ্যম প্রয়োজন হয় না, বা জড় মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত করে না।
২) বিকীর্ণ তাপশক্তি আলোর বেগে সঞ্চালিত হয়।
৩) বিকীর্ণ তাপ শক্তি তাড়িতচৌম্বক তরঙ্গ।
৪) বিকীর্ণ তাপ মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করলেও মাধ্যমের তাপমাত্রার পরিবর্তন ঘটে না। (মাধ্যম বিকীর্ণ শক্তি শোষণ করলে মাধ্যমের তাপমাত্রা বৃদ্ধি পায়)।
৫) বিকীর্ণ তাপ শক্তি বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে।
৬) আলোর মতো বিকীর্ণ তাপশক্তি প্রতিফলন, প্রতিসরনের সূত্র মেনে চলে। এছাড়া এর ব্যতিচার (interference), অপবর্তন (diffraction) ও সমবর্তন (polarization) ঘটে।