পরিমাপের ত্রুটি কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যেকোনো পরিমাপ যন্ত্রের সাহায্যেই পরিমাপ করা হোক না কেন সব পরিমাপের ফলাফলে কিছুটা অনিশ্চয়তা থাকবে। এ অনিশ্চয়তাকে পরিমাপের ত্রুটি বলে। পরিমাপের ওপর ভিত্তি করে যেকোনো রাশির মান হিসাব করা হলে তাতে কিছু ত্রুটি থাকবে। পরিমাপের বিভিন্ন ধরনের ত্রুটি হতে পারে, যথা- যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণমূলক ত্রুটি, এলোমেলো ত্রুটি এবং পুনরাবৃত্তি ত্রুটি।