তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য দেওয়া হলো :

তাপ

  • তাপ এক প্রকার শক্তি।
  • তাপ হচ্ছে তাপমাত্রার কারণ।
  • ক্যালরিমিটার দ্বারা তাপ পরিমাপ করা হয়।
  • তাপের একক জুল (J)।

 

তাপমাত্রা

  • তাপমাত্রা বস্তুর একটি তাপীয় অবস্থা।
  • তাপমাত্রা হচ্ছে তাপের ফল।
  • থার্মোমিটার দ্বারা তাপমাত্রা পরিমাপ করা হয়।
  • তাপমাত্রার একক কেলভিন (K)।