তাপধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তাপধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক স্থাপন কর।

উত্তরঃ কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর তাপধারণ ক্ষমতা বলে।

আবার, 1 kg ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর আপেক্ষিক তাপ বলে।

অতএব, তাপধারণ ক্ষমতা = ভর x আপেক্ষিক তাপ।