প্রশ্ন-১. যে বস্তুতে আকর্ষণী ও দিক নির্দেশক ধর্ম বিদ্যমান থাকে তাকে কী বলে?
উত্তর : যে বস্তুতে আকর্ষণী ও দিক নির্দেশক ধর্ম বিদ্যমান থাকে তাকে চুম্বক বলে।
প্রশ্ন-২. চুম্বক শলাকার প্রান্তদ্বয় কেমন?
উত্তর : চুম্বক শলাকার প্রান্তদ্বয় তীক্ষ্ণ হয়।
প্রশ্ন-৩. যে সকল চৌম্বক পদার্থ চৌম্বকের প্রভাবে বিকর্ষিত হয় তাকে কী বলে?
উত্তর : যে সকল চৌম্বক পদার্থ চৌম্বকের প্রভাবে বিকর্ষিত হয় তাকে ডায়া-ম্যাগনেটিক পদার্থ বলে।
প্রশ্ন-৪. যে সকল চৌম্বক পদার্থ চুম্বকের প্রভাবে খুবই কম আকর্ষিত হয় তাকে কী বলে?
উত্তর : প্যারাম্যাগনেটিক পদার্থ।
প্রশ্ন-৫. কৃত্রিম চুম্বক তৈরি করা যায় কী দ্বারা?
উত্তর : লোহা, নিকেল, কোবাল্ট, ইস্পাত ইত্যাদি দ্বারা।
প্রশ্ন-৬. অনির্দিষ্ট সময়ের জন্য চৌম্বকীয় গুণাবলি ধরে রাখতে পারে যে পদার্থ সেটি কী?
উত্তর : অনির্দিষ্ট সময়ের জন্য চৌম্বকীয় গুণাবলি ধরে রাখতে পারে যে পদার্থ সেটি লীডিং স্টোন।
প্রশ্ন-৭. চুম্বকের মেরু কয়টি?
উত্তর : চুম্বকের মেরু ২টি।
প্রশ্ন-৮. লবণ কোন ধরনের পদার্থ?
উত্তর : অচৌম্বক পদার্থ।
প্রশ্ন-৯. লোহা কী?
উত্তর : লোহা এক ধরনের ফেরো-ম্যাগনেটিক পদার্থ।
প্রশ্ন-১০. লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট ইত্যাদি ধাতব পদার্থ দ্বারা তৈরি চুম্বককে কি বলে?
উত্তর : কৃত্রিম চুম্বক।
প্রশ্ন-১১. চুম্বক কাকে বিকর্ষণ করে?
উত্তর : দস্তা, পারদ, সীসা, পানি, টিন ইত্যাদি পদার্থকে বিকর্ষণ করে।
প্রশ্ন-১২. চুম্বক কাকে আকর্ষণ করে?
উত্তর : চুম্বক লোহা বা লোহা মিশ্রিত ধাতু চৌম্বক পদার্থকে আকর্ষণ করে।
প্রশ্ন-১৩. চৌম্বক পদার্থের কতগুলো উদাহরণ দাও।
উত্তর : লোহা, নিকেল, কোবাল্ট, ইস্পাত ইত্যাদি।
প্রশ্ন-১৪. যে ধর্মের সাহায্যে চুম্বক দিক নির্দেশ করে তাকে কী বলে?
উত্তর : দিকদর্শী ধর্ম।
প্রশ্ন-১৫. ইস্পাত কোন ধরনের ম্যাগনেটিক পদার্থ?
উত্তর : ফেরোম্যাগনেটিক পদার্থ।
প্রশ্ন-১৬. অচৌম্বক পদার্থের কয়েকটি উদাহরণ দাও।
উত্তর : কাঠ, কাগজ, তামা ইত্যাদি অচৌম্বক পদার্থের উদাহরণ।
প্রশ্ন-১৭. প্লাটিনাম কোন ধরনের পদার্থ?
উত্তর : প্যারা-ম্যাগনেটিক পদার্থ।
প্রশ্ন-১৮. পারদ কোন ধরনের পদার্থ?
উত্তর : ডায়া-ম্যাগনেটিক পদার্থ।
প্রশ্ন-১৯. চৌম্বক পদার্থের কতগুলো উদাহরণ দাও।
উত্তর : লোহা, নিকেল, কোবাল্ট, ইস্পাত ইত্যাদি চৌম্বক পদার্থ।
প্রশ্ন-২০. অস্থায়ী চুম্বক কাকে বলে?
উত্তর : যে সকল পদার্থকে সাময়িকভাবে চুম্বকে পরিণত করা যায়, তাকে অস্থায়ী চুম্বক বলে।
চুম্বকের চৌম্বকত্ব একটি ভৌত ধর্ম, না রাসায়নিক ধর্ম?