পৃথিবী একটি বিরাট চুম্বক- ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

 

 

 

 

আমরা জানি,
১. মুক্তভাবে ঝোলানো একটি অনুভূমিক দণ্ড চুম্বক বা একটি চুম্বক শলাকাকে যে কোনো দিকে মুখ করে রেখে দিলে এটি ঘুরে প্রায় উত্তর-দক্ষিণ বরাবর স্থিরভাবে দাঁড়ায়।
২. একটি নরম লোহার দণ্ডকে চৌম্বক মধ্যতলে বেশ কিছুদিন রেখে দিলে দণ্ডটি মৃদুভাবে চুম্বকায়িত হয়। এসব ঘটনা থেকে বোঝা যায় যে পৃথিবী নিজে একটি বিরাট চুম্বকের ন্যায় আচরণ করে।