ইন্টারনেট একটি বিশাল তথ্যভাণ্ডার’- ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইন্টারনেট। মানুষের জীবনে ইন্টারনেটের ব্যবহার প্রতিনিয়ত বেড়েই চলেছে। ইন্টারনেট হচ্ছে সেই মাধ্যম যেখান থেকে মানুষ তার প্রয়োজনীয় সকল তথ্যই পেয়ে যায়। ইন্টারনেটে এত বেশি তথ্যের সমাহার সম্ভব হয়েছে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে। কারণ ইন্টারনেট হলো নেটওয়ার্কের নেটওয়ার্ক। যে নেটওয়ার্কের অধীনে লক্ষ কোটি কম্পিউটার যুক্ত রয়েছে। আর নেটওয়ার্কে যুক্ত যেকোনো কম্পিউটার থেকে দেওয়া তথ্য যে কেউ দেখতে এবং নিতে পারে। সুতরাং এমন লক্ষ কোটি কম্পিউটার থেকে প্রাপ্ত তথ্যের সমাহার হলো এই ইন্টারনেট, যেখানে চাইলেই যে কেউ যেকোনো তথ্য আদান-প্রদান করতে পারে। এই জন্যই ইন্টারনেটকে বলা হয় বিশাল তথ্যের ভাণ্ডার।