এইচএসসি (HSC) জীববিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১.Walter Flemming কোথায় প্রথম কোষ বিভাজন লক্ষ করেন?

 

ক. সামুদ্রিক সালামান্ডার কোষে

 

খ. সামুদ্রিক তিমিতে

 

গ. সামুদ্রিক জেলি ফিশে

 

ঘ. সামুদ্রিক ওবেলিয়ায়

 

সঠিক উত্তর : ক

 

২. নিচের কোনটি নিউক্লিয়াসের বিভাজন?

 

ক. সাইটোকাইনেসিস

 

খ. মেটাকাইনেসিস

 

গ. ক্যারিওকাইনেসিস

 

ঘ. ইন্টারকাইনেসিস

 

সঠিক উত্তর : গ

 

৩. কোষচক্রের কত সময় মাইটোসিস বিভাজনে ব্যয় হয়?

 

ক. ৫–১০% খ. ৩০–৪০%

 

গ. ৩০–৫০% ঘ. ৫০–৬০%

 

সঠিক উত্তর : ক

 

৪. কোষচক্রের ইন্টারফেজ দশায় কত ভাগ সময় লাগে?

 

ক. ৯০–৯৫ খ. ৪০–৫০

 

গ. ২৫–৩০ ঘ. ৫–১০

 

সঠিক উত্তর : ক

 

৫. ইন্টারফেজ পর্যায়ের নিউক্লিয়াসকে কী বলা হয়?

 

ক. গাঠনিক নিউক্লিয়াস

 

খ. বিপাকীয় নিউক্লিয়াস

 

গ. সংশ্লেষীয় নিউক্লিয়াস

 

ঘ. অগাঠনিক নিউক্লিয়াস

 

সঠিক উত্তর : খ

 

৬. অ্যানাফেজ দশায় ‘V’ আকৃতির ক্রোমোজোমকে কী বলে?

 

ক. মেটাসেন্টিক

 

খ. সাবমেটাসেন্টিক

 

গ. অ্যাক্রোসেন্টিক

 

ঘ. টেলোসেন্টিক

 

সঠিক উত্তর : ক

 

৭. কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে?

 

ক. প্রোফেজ খ. মেটাফেজ

 

গ. এনাফেজ ঘ. টেলোফেজ

 

সঠিক উত্তর : গ

 

৮. অ্যানাফেজ কী নামে পরিচিত?

 

ক. মধ্য পর্যায় খ. আদ্য পর্যায়

 

গ. গতি পর্যায় ঘ. অন্ত পর্যায়

 

সঠিক উত্তর : গ

 

৯. নিচের কোন জীব মাইটোসিস প্রক্রিয়ায় বংশবিস্তার করে?

 

ক. Pteris খ. Riccia

 

গ. Marchantia ঘ. Chlamydomonas

 

সঠিক উত্তর : ঘ

 

১০. মিয়োসিস প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ কতটি ধাপে বিভাজিত হয়ে চারটি কোষ সৃষ্টি করে?

 

ক. ২ খ. ৩

 

গ. ৪ ঘ. ৫

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

 

১১. বেনেডিন ও হাউসার কোন জীবের গ্যামিটে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম লক্ষ করেন?

 

ক. Ascaris খ. Spirogyra

 

গ. Tenia ঘ. Ulothrix

 

সঠিক উত্তর : ক

 

১২. কত সালে স্ট্রাসবার্জার মিয়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন?

 

ক. ১৮৮৮ খ. ১৯৮২

 

গ. ১৯৮৩ ঘ. ১৯৮৮

 

সঠিক উত্তর : ক

 

১৩. কোন ধাপে দানাদার ক্রোমোমিয়ার দেখা যায়?

 

ক. ডিপ্লোটিন খ. লেপ্টাটিন

 

গ. ডায়াকাইনেসিস ঘ. প্যাকাইটিন

 

সঠিক উত্তর : খ

 

১৪. মিয়োসিস কোষ বিভাজনের কোন উপধাপে সিন্যাপসিস ঘটে?

 

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

 

গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন

 

সঠিক উত্তর : খ

 

১৫. বাইভেলেন্ট সৃষ্টি হয় কোন উপধাপে?

 

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

 

গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন

 

সঠিক উত্তর : খ

 

১৬. কায়জমা তৈরি হয় কোন উপপর্যায়ে?

 

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

 

গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন

 

সঠিক উত্তর : গ

 

১৭. নিউক্লিয়াস আয়তনে বড় হয় কোন দশায়?

 

ক. প্রোফেজ–২ খ. মেটাফেজ–২

 

গ. অ্যানাফেজ–২ ঘ. টেলোফেজ–২

 

সঠিক উত্তর : ক

 

১৮. এক জোড়া সমসংস্থ ক্রোমোসোমের দুটি নন–সিস্টার ক্রোমোটিভের মধ্যে অংশের বিনিময়কে কী বলে?

 

ক. ক্রসিং ওভার খ. টেস্ট ক্রস

 

গ. ব্যাক ক্রস ঘ. নন ক্রসিং ওভার

 

সঠিক উত্তর : ক

 

১৯. উদ্ভিদের ক্রসিং সর্বপ্রথম আবিষ্কার করেন কে?

 

ক. রবার্ট হুক খ. সোয়ানসন

 

গ. মর্গার ঘ. এরিনবার্গ

 

সঠিক উত্তর : গ

 

২০. থমাস হান্ট মর্গান কোন উদ্ভিদে সর্বপ্রথম ক্রসিং ওভার লক্ষ করেন?

 

ক. গম খ. ভুট্টা

 

গ. ধান ঘ. আখ

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

২১. কোনটিতে ক্রসিং ওভার সংঘটিত হয়?

 

ক. দুটি অপত্য ক্রোমাটিডে

 

খ. দুটি সিস্টার ক্রোমাটিডে

 

গ. দুটি নন–সিস্টার ক্রোমাটিডে

 

ঘ. দুটি পরিণত ক্রোমাটিডে

 

সঠিক উত্তর : গ

 

২২. একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয়—

 

i. হ্যাপ্লয়েড উদ্ভিদে

 

ii. ডিপ্লয়েড উদ্ভিদে

 

iii. পলিপ্লয়েড উদ্ভিদে

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : গ

 

২৩. ক্রসিং ওভারের বৈশিষ্ট্য হচ্ছে —

 

i. সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়

 

ii. নন – সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়

 

iii. হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : খ

 

২৪. মাইটোসিস ও মিয়োসিসের বৈসাদৃশ্য হচ্ছে —

 

i. DNA রেপ্লিকেশন

 

ii. ক্রসিং ওভার

 

iii. ক্রোমোজো

 

ম সংখ্যা

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : গ

 

২৫. কোষচক্রের প্রস্তুতি পর্যায়ে—

 

i. কোষস্থ ক্রোমোজোমাল DNA-এর অনুলিপন

 

ii. ATP সরবরাহ বৃদ্ধি হয়

 

iii. RNA ও প্রোটিন সংশ্লেষণ হয়

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

২৬. কোষ প্রস্তুতির DNA অনুলিপন উপপর্যায়ে—

 

i. DNA-এর অনুলিপন হয়

 

ii. ৩০–৫০% সময় ব্যয় হয়

 

iii. বিভিন্ন প্রোটিন ও RNA সংশ্লেষিত হয়

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

আলম উদ্ভিদবিজ্ঞান ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনের একটি পর্যায় নিয়ে আলোচনা করছিল। যেখানে অপত্য ক্রোমোজোমগুলো দুই মেরুতে অবস্থান করে ও জলযোজন ঘটে।

২৭. শিক্ষকের বর্ণিত পর্যায়টি মাইটোসিসের কোন পর্যায়?

ক. প্রোফেজ খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ

সঠিক উত্তর : ঘ

২৮. ওপরের মাইটোসিসের পর্যায়ে—

i. স্যাট ক্রোমোজোমের গৌণ কুঞ্জনে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে

ii. সিন্ডল ফাইবার বিলুপ্ত হয়

iii. কোষপ্লেটের সৃষ্টি হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

২৯. ক্রোমোজোমীয় নৃত্য কোন দশায় দেখা যায়?

ক. প্রোফেজ খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ ঘ. প্রোমেটাফেজ

সঠিক উত্তর : ঘ

৩০. বাইভ্যালেন্ট সৃষ্টি হয় মিয়োসিসের কোন উপপর্যায়ে?

ক. লেপ্টোটিন খ. জাইগোটিন

গ. প্যাকাইটিন ঘ. ডিপ্লোটিন

সঠিক উত্তর : খ

চিত্রের আলোকে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও

এইচএসসি (HSC) জীববিজ্ঞান ১ম পত্র ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

৩১. X- এর পূর্ববর্তী ধাপকে কী বলে?

ক. আদ্য পর্যায় খ. মেটাফেজ–১

গ. অ্যানাফেজ–১ ঘ. গতি পর্যায়

সঠিক উত্তর : খ

৩২. চিত্রে Y ধাপের বৈশিষ্ট্য হচ্ছে—

i. নিউক্লিয়াসের জলযোজন

ii. স্পিন্ডল যন্ত্রের বিলুপ্ত হওয়া

iii. নিউক্লিওলাসের আবির্ভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ