বিয়োগের কাজ যোগের মাধ্যমে সম্ভব- ব্যাখ্যা কর।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোনো বাইনারি সংখ্যার ১’এর পরিপূরকের সাথে ১ যোগ করে যে মান পাওয়া যায় তাকে ২’এর পরিপূরক বলে। ২’এর পরিপূরক হলো কোনো সংখ্যার ঋণাত্নক মানের বাইনারি মান। কোনো সংখ্যাকে ঋনাত্নক করতে পারলে উক্ত ঋনাত্নক সংখ্যাকে যোগ করলে আসলে তা বিয়োগের কাজ হয়। সুতরাং ২-এর পরিপূরক ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগের কাজ করা যায়।