কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর (পর্ব-৪)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

২. Ctrl + X চাপতে হবে।

 

৩. যেখানে লেখাকে স্থানান্তর করা হবে, সেখানে Cursor রাখতে হবে।

 

৪. Ctrl + V চাপতে হবে।

 

প্রশ্ন-১১। ডকুমেন্ট প্রিন্ট নেয়ার পদ্ধতি কি?

 

উত্তরঃ ডকুমেন্ট খোলা থাকা অবস্থায় প্রিন্ট আইকনে মাউস দিয়ে ক্লিক করতে হবে, অথবা Ctrl ও P কী দুটি চাপতে হবে। একটি ডায়ালগ বক্স আসবে। এরপর এন্টার কী চাপলে ডকুমেন্টটি প্রিন্ট হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১২। স্ট্যাটাস রেজিস্টার কি?

উত্তরঃ স্ট্যাটাস রেজিস্টারকে কনডিশন কোড বা ফ্ল্যাগ রেজিস্টারও বলা হয়। গাণিতিক এবং যুক্তিমূলক কাজ সম্পাদনের উদ্ভূত অবস্থা নির্দেশ করার জন্য এ রেজিস্টার একেবারে ১ বিট ফ্ল্যাগ ধারণ করে থাকে। যেমন– উপাত্তের অতিপ্রবাহ ঘটছে কি না ফল শূন্য কি না, ঋণাত্মক না ধনাত্মক ইত্যাদি নির্দেশ করে।

প্রশ্ন-১৩। কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং বা ক্যাম কী?

উত্তরঃ কম্পিউটার ব্যবহার করে উৎপাদন যন্ত্রপাতিকে নিয়ন্ত্রণ করাই হলো কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং বা ক্যাম। এক্ষেত্রে কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং (সিআইএম) পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে যা উৎপাদন প্রক্রিয়ার কার্যক্রমগুলোকে সমন্বিত করে।

সুপার মাইক্রোকমপিউটার কি?

উত্তরঃ সুপার মাইক্রোকমপিউটার সবচেয়ে শক্তিশালী মাইক্রোকমপিউটার। এর আরেক নাম ওয়ার্ক ষ্টেশন। এ শ্রেণীর কমপিউটারের ক্ষমতা মিনি কমপিউটারের কাছাকাছি বিধায় এগুলো মেইনফ্রেমের স্থান দখল করে নিচ্ছে।

Bit, Byte, KB, MB, GB এবং TB-এর মধ্যে সম্পর্ক কি?

উত্তরঃ কম্পিউটারের স্মৃতিতে বিট, বাইট বা কম্পিউটারের শব্দ ধারণের সংখ্যা দ্বারা ধারণ ক্ষমতা নির্দেশ করা যায়। সাধারনতঃ বাইট দিয়ে স্মৃতির ধারণ ক্ষমতা প্রকাশ করা হয়। তবে বলা দরকার যে বিট হচ্ছে কম্পিটারের সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক। এদের মধ্যে সম্পর্ক নিচে তুলে ধরা হলঃ
8 Bit  = 1Byte
1024 Byte  = 1 Kilobyte (KB)  [1 Byte = 1 Character]
1024 Kilobyte  = 1 Megabyte (MB)
1024 Megabyte  = 1 Gigabyte (GB)
1024 Gigabyte = 1 Terabyte (TB)

কম্পিউটারের ভিতর কী কী অংশ থাকে?

উত্তরঃ একটি কম্পিউটারে নিম্নলিখিত অংশগুলো বিদ্যমান থাকে–

১. মাদারবোর্ড (Mother Board):

  • প্রসেসর
  • ম্যথ কো প্রসেসর
  • র্যাম (RAM)
  • রম (ROM)
  • Dual-In-Line Package
  • ব্যাটারি
  • পাওয়ার কানেক্টর
  • সিরিয়াল পোর্ট
  • প্যারালাল পোর্ট
  • ইউএসবি পোর্ট
  • কী-বোর্ড কানেক্টর

২. ডিসপ্লে অ্যাডাপ্টার (Display Adapter)

  • মনোকর্ম গ্রাফিক্স অ্যাডাপ্টার (MGA)
  • কালার গ্রাফিক্স অ্যাডাপ্টার (CGA)
  • ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার (VGA)
  • ইনথ্যান্স গ্রাফিক্স অ্যাডাপ্টার (EGA)
  • সুপার ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার (SGAV)

 

৩. Hard Disk Controller

  • Floppy Disk Controller
  • CD-ROM
  • মাল্টি I/O কার্ড
  • Power Supply Unit….