প্রশ্ন-১। কোনটি পেন ড্রাইভ এর স্থান দখল করেছে?
উত্তরঃ Floppy Disk
প্রশ্ন-২। কোন ডিভাইস এর মাধ্যমে ডেটা সংরক্ষণ ও স্থানান্তর করা যায়?
উত্তরঃ Pen Drive
প্রশ্ন-৩। ‘হার্ড ডিস্ক’ মাপার একক কি?
উত্তরঃ টেরাবাইট।
প্রশ্ন-৪। কোন ধরনের ডিস্ক ১৭ গিগাবাইট পর্যন্ত ডেটা ধারণ করতে সক্ষম?
উত্তরঃ DVD
প্রশ্ন-৫। Pen Drive-এর কাজ কি?
উত্তরঃ ডেটা সংরক্ষণ ও হস্তান্তর করা।
প্রশ্ন-৬। কোনটি সবচেয়ে বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস?
উত্তরঃ magnetic
প্রশ্ন-৭। কোন মাধ্যমটির ডেটা (Data) সবচেয়ে বেশি?
উত্তরঃ মডেম।
প্রশ্ন-৮। ডিস্কের পৃষ্ঠদেশে চৌম্বকীয় বিটগুলো এককেন্দ্রিক বৃত্তে সাজানো থাকে, এদের বলা হয় –
উত্তরঃ tracks
প্রশ্ন-৯। পেনড্রাইভে কোন ধরনের রম ব্যবহৃত হয়?
উত্তরঃ EE PROM
প্রশ্ন-১০। হার্ডডিস্কের প্রতিটি সেক্টরের ধারণক্ষমতা কত?
উত্তরঃ 512 bytes
প্রশ্ন-১১। অতিরিক্ত তথ্য ও প্রোগ্রাম যা প্রসেসর ব্যবহার করে না তা কোথায় স্টোর করা হয়?
উত্তরঃ Secondary storage
প্রশ্ন-১২। RAM কোন ধরনের স্টোরেজ ডিভাইস?
উত্তরঃ সেকেন্ডারী।
প্রশ্ন-১৩। ডিস্ক স্টোরেজ কোন ধরনের ডিভাইস?
উত্তরঃ I/O device
প্রশ্ন-১৪। শীর্ষস্থানীয় হার্ডডিস্ক ড্রাইভ নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ Seagate
প্রশ্ন-১৫। ডিভিডি কেন ধরনের স্মৃতি?
উত্তরঃ সহায়ক স্মৃতি।
প্রশ্ন-১৬। কোনটি অপটিক্যাল ডিস্ক?
উত্তরঃ বহুমুখী ডিজিটাল ডিস্ক।
প্রশ্ন-১৭। লিখা ও পড়ার সুবিধার জন্য ম্যাগনেটিক টেপের রেকর্ডসমূহ প্রায়ই কতকগুলো গ্রুপে ভাগ করা হয়, এদের কি বলা হয়?
উত্তরঃ blocks
প্রশ্ন-১৮। Magnetic disks, Tapes, DVDs কোন ধরনের ডিভাইস?
উত্তরঃ স্টোরেজ ডিভাইস
প্রশ্ন-১৯। CD-ROM কোন ধরনের ডিভাইস?
উত্তরঃ অপটিক্যাল ডিভাইস।
প্রশ্ন-২০। শুধু পাঠ করা যায় এমন স্টোরেজ ডিভাইস কোনটি?
উত্তরঃ CD ROM
প্রশ্ন-২১। ফ্লপি ডিস্ক হচ্ছে –
উত্তরঃ হার্ডডিস্কের চেয়ে ছোট।
প্রশ্ন-২২। CD পুরো লিখলে কি হয়?
উত্তরঃ Compact Disc
প্রশ্ন-২৩। DVD কোন ধরনের মিডিয়া?
উত্তরঃ স্টোরেজ মিডিয়া।
প্রশ্ন-২৪। CD-ROM এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Compact Disc Read Only Memory
প্রশ্ন-২৫। Floppy Disk কোন ধরনের মিডিয়া?
উত্তরঃ স্টোরেজ মিডিয়া।
প্রশ্ন-২৬। কম্পিউটার ডাটা স্টোরেজ কি?
উত্তরঃ কম্পিউটার ডেটা স্টোরেজকে স্টোরেজ বা মেমরি বলা হয়।
প্রশ্ন-২৭। কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে?
উত্তরঃ কম্পিউটারে তিন ধরনের ড্রাইভ থাকে।
প্রশ্ন-২৮। মেমোরি কাকে বলে? মেমোরি কত প্রকার ও কি কি?
উত্তরঃ কম্পিউটারের যে অংশে স্থায়ী বা অস্থায়ীভাবে উপাত্ত জমা করা হয় তাকে কম্পিউটারের মেমোরি বা স্মৃতি বলে। মেমোরিকে মাইক্রোপ্রসেসর চালনা করার নির্দেশনা সংবলিত জায়গাও বলা যায়। কম্পিউটার, স্মার্টফোনসহ বিভিন্ন যন্ত্রে মেমোরি ব্যবহৃত হয়।
মেমোরি দুই প্রকার। যথা–
i. প্রধান বা প্রাথমিক মেমোরি এবং
ii. সহায়ক মেমোরি।
প্রশ্ন-২৯। হার্ডডিস্ক ড্রাইভ (hard disk drive) কি?
উত্তরঃ হার্ডডিস্ক ড্রাইভ (hard disk drive) একটা স্টোরেজ ডিভাইস। এটি একটি স্থায়ী স্টোরেজ ডিভাইস। হার্ডডিস্ক ড্রাইভগুলো কম্পিউটারে পাকাপাকিভাবে লাগানো থাকে। হার্ডড্রাইভের ডিস্কটি প্রতি মিনিটে ৫৪০০ থেকে ৭২০০ বার ঘুরতে থাকে।
প্রশ্ন-৩০। ডিভিডি (DVD) কি?
উত্তরঃ ডিভিডি দেখতে সিডি রম এর মতো। এটি ৪.৭২ ইঞ্চি ব্যাস বিশিষ্ট গোলাকার চাকতির মতো একটি অপটিক্যাল মাধ্যম। তবে ডিভিডি এর ধারণ ক্ষমতা সিডি থেকে অনেক বেশি হয়ে থাকে। ডিভিডি থেকে তথ্য পড়ার জন্য কম্পিউটারের সাথে ডিভিডি ড্রাইভ থাকতে হয়।
প্রশ্ন-৩১। সিডি রম (CD-ROM) এর আয়ুষ্কাল কত?
উত্তরঃ গোল্ড বেইজড সিডি রমের আয়ুষ্কাল প্রায় ১০০ বছর এবং সিলভার বেইজড সিডি রমের আয়ুষ্কাল প্রায় ৭৫ বছর। তবে এটি ধারণা মাত্র। উল্লিখিত সময় এখনো সিডি রম অতিক্রম করেনি বলে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।
প্রশ্ন-৩২। রেইড কি?
উত্তরঃ রেইড এর পুরো অর্থ হলো Redundant Array of Independent Disks। এটি মূলত দুই বা ততোধিক সমন্বিত হার্ডডিস্কের একটি গ্রুপ। এই হার্ডডিস্কগুলো প্রচলিত হার্ডডিস্কগুলোর চাইতে অনেক বেশি নির্ভরযোগ্য। রেইড নিচের দুই পদ্ধতিতে কাজ করেঃ
১. মিররিং – একই সময়ে দুই ডিস্কে ডেটা রাইট করে। এর মাধ্যমে নির্ভরযোগ্যতাকে বৃদ্ধি করা হয়।
২. স্ট্রাইপিং – ডেটাকে মাল্টিপল ডিস্কজুড়ে ভেঙ্গে টুকরো টুকরো করা হয়। এটি অ্যাকসেস টাইমকে আরও উন্নত করে।