প্রশ্ন-১. কমিউনিকেশন শব্দটি এসেছে কোন শব্দ থেকে?
উত্তর : ল্যাটিন শব্দ– Communicare থেকে।
প্রশ্ন-২. Communicare অর্থ কি?
উত্তর : Communicare অর্থ হলো– To share।
প্রশ্ন-৩. যার মধ্যে দিয়ে ডেটা ট্রান্সমিট হয় তাকে কী বলে?
উত্তর : মধ্যম।
প্রশ্ন-৪. সিগনাল রূপান্তরের প্রক্রিয়াকে কী বলে?
উত্তর : মডুলেশন।
প্রশ্ন-৫. সিগনাল কাকে বলে?
উত্তর : সময়ের সাথে ভোল্টেজের ওঠানামাকে সিগনাল বলে।
প্রশ্ন-৬. ব্যান্ডউইডথ কাকে বলে?
উত্তর : প্রতি সেকেন্ডে যতগুলো সিগনাল ওয়েভ তৈরি হয় তাকে ব্যান্ডউইথ বলে।
প্রশ্ন-৭. ব্যান্ডউইডথ এর একক কি?
উত্তর : ব্যান্ডউইডথ এর একক হলো হার্টজ (Hz)।
প্রশ্ন-৮. ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার?
উত্তর : ডেটা ট্রান্সমিশন মোড সাধারণত ৩ প্রকার।
প্রশ্ন-৯. LED-এর পূর্ণরূপ কি?
উত্তর : LED-এর পূর্ণরূপ হলো– Light Emitting Diode.
প্রশ্ন-১০. Wi-Fi কি?
উত্তর : Wireless Fidelity শব্দের সংক্ষিপ্ত রূপ– Wi-Fi।
প্রশ্ন-১১. Wi-Fi এর জনক কে?
উত্তর : Wi-Fi এর জনক হলেন– ভিক হেয়েস।
প্রশ্ন-১২. Wi-MAX এর পূর্ণ রূপ কি?
উত্তর : Wi-MAX এর পূর্ণ রূপ হচ্ছে– Worldwide Interoperability for Microwave Access।
প্রশ্ন-১৩. Wi-MAX এর ডেটা ট্রান্সমিশ রেট কত?
উত্তর : ৪০-৭০ Mbps।
প্রশ্ন-১৪. মোবাইল ফোনের জনক কে?
উত্তর : মোবাইল ফোনের জনক হলো মার্টিন কুপার।
প্রশ্ন-১৫. মার্টিন কুপার মোবাইল ফোন আবিষ্কার করেন কে?
উত্তর : ১৯৭৩ সালে।
প্রশ্ন-১৬. GSM প্রযুক্তি চালু হয় কত সালে?
উত্তর : ১৯৯১ সালে।
প্রশ্ন-১৭. GSM-এর পূর্ণরূপ কি?
উত্তর : GSM-এর পূর্ণরূপ হলো– Global System for Mobile Communication.
প্রশ্ন-১৮. CDMA-এর পূর্ণরূপ কি?
উত্তর : CDMA-এর পূর্ণরূপ হলো– Code Division Multiple Access.
প্রশ্ন-১৯. AMPS ফোন সিস্টেম চালু হয় কত সালে?
উত্তর : ১৯৮৩ সালে।
প্রশ্ন-২০. মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে?
উত্তর : ডিমডুলেশন।
প্রশ্ন-২১. ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস?
উত্তর : 45।
প্রশ্ন-২২. ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত?
উত্তর : 9600 bps
প্রশ্ন-২৩. bps-এর পূর্ণ নাম কী?
উত্তর : bit per second
প্রশ্ন-২৪. ডেটা স্থানান্তরের হারকে কী বলে?
উত্তর : ব্যান্ডউইথ।
প্রশ্ন-২৫. ডেটা কমিউনিকেশন কী?
উত্তর : দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়।
প্রশ্ন-২৬. ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : ৩।
প্রশ্ন-২৭. ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত?
উত্তর : ১mbs বা অধিক।
প্রশ্ন-২৮. ফটোডিটেক্টরের কাজ কী?
উত্তর : আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা।
প্রশ্ন-২৯. কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?
উত্তর : 200 Mbps
প্রশ্ন-৩০. টুইস্টেড পেয়ার ক্যাবল এর সাধারণ রং কোনটি?
উত্তর : সাদা।
প্রশ্ন-৩১. কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুই দিকে যেতে পারে?
উত্তর : ফুল-ডুপ্লেক্স।
প্রশ্ন-৩২. ব্রডকাস্ট মোডের উদাহরণ কোনটি?
উত্তর : টিভি সম্প্রচার।
প্রশ্ন-৩৩. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কি?
উত্তর : প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না।
প্রশ্ন-৩৪. কোন মোডে একই সময়ে উভয় দিকে ডেটা প্রবাহিত হয়?
উত্তর : ফুল-ডুপ্লেক্স।