সাসপেনশন ও কোয়াগুলেশন এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ
- সাসপেনশন হলো এক প্রকার অসমসত্ত্বীয় মিশ্রণ যেখানে কঠিন পদার্থের সূক্ষ্মতম কণাগুলো তরলের সর্বত্র বিরাজমান থাকে। অপরদিকে, কোয়াগুলেশন হলো একটি রাসায়নিক প্রক্রিয়া যেখানে বিস্তৃত পদার্থের কণাগুলো একীভূত হয়ে মাধ্যমের তলদেশে জমা হয়।
- সাসপেনশনে কোন প্রকার সহায়ক প্রয়োজন হয় না। কিন্তু কোয়াগুলেশনে সহায়ক হিসেবে কোয়াগুলেন্ট যোগ করা হয়।
সাসপেনশনের গুরুত্ব:
i. সাসপেনশন অবস্থায় ঔষধের কার্যকারিতা বজায় থাকে।
ii. অন্ত্রের ইমেজিং কাজে ব্যবহৃত BaSO4 মিশ্রণ হলো একটি সাসপেনশন।
কোয়াগুলেশনের গুরুত্ব:
i. দুধে এসিড যোগ করে দই তৈরি করা হয়।
ii. শিল্পক্ষেত্রে কোয়াগুলেন্ট যোগ করে বর্জ্য হতে অনেক অপদ্রব্য অপসারণ করা হয়।