১. অবস্থাভেদে পদার্থ কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
সঠিক উত্তর : খ
২. কোন পদার্থের আকার ও আয়তন পরিবর্তন করা কষ্টসাধ্য?
ক. কঠিন খ. তরল
গ. বায়বীয় ঘ. মিশ্র
সঠিক উত্তর : ক
৩. কোন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে?
ক. কঠিন খ. তরল
গ. বায়বীয় ঘ. মিশ্র
সঠিক উত্তর : ক
৪. কোন পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে?
ক. কঠিন খ. তরল
গ. বায়বীয় ঘ. মিশ্র
সঠিক উত্তর : খ
৫. কোন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই?
ক. কঠিন খ. তরল
গ. বায়বীয় ঘ. মিশ্র
সঠিক উত্তর : গ
৬. কোনটির নির্দিষ্ট আকার ও আয়তন আছে?
ক. বরফ খ. পানি
গ. জলীয়বাষ্প ঘ. মিশ্র
সঠিক উত্তর : ক
৭. নিচের কোন পদার্থগুলো যথাক্রমে কঠিন ও গ্যাসীয় অবস্থার উদাহরণ?
ক. বরফ ও পানি
খ. তেল ও মার্বেল
গ. বরফ ও অক্সিজেন
ঘ. অক্সিজেন ও পানি
সঠিক উত্তর : গ
৮. নিচের কোন পদার্থের পাত্রভেদে আকার পরিবর্তন হলেও আয়তন একই থাকে?
ক. বায়বীয় খ. তরল
গ. কঠিন ঘ. মিশ্র
সঠিক উত্তর : খ
৯. পাথর একটি বস্তু, যার —
i. আকার আছে
ii. দৃঢ়তা বেশি
iii. দৃঢ়তা কম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
১০. কঠিন পদার্থের —
i. দৃঢ়তা নেই
ii. আকার আছে
iii. আয়তন আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
১১. তরল পদার্থের —
i. দৃঢ়তা কঠিন পদার্থ হতে কম
ii. নির্দিষ্ট আকার নেই
iii. নির্দিষ্ট আয়তন আছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
১২. ধাতুর বৈশিষ্ট্য —
i. ঘনত্ব সবচেয়ে বেশি
ii. তাপ কুপরিবাহী
iii. বিদ্যুৎ সুপরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
১৩. অ্যালুমিনিয়াম ধাতু, কেননা —
i. এর পৃষ্ঠ খসখসে
ii. এটি দেখতে চকচকে
iii. এটি তাপ পরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : গ
১৪. কোনটি খুব সহজে বিদ্যুৎ পরিবহন করে?
ক. রাবার খ. প্লাস্টিক
গ. কাঠ ঘ. তামা
সঠিক উত্তর : ঘ
১৫. কোনটি বিদ্যুৎ পরিবহন করে না?
ক. তামা খ. অ্যালুমিনিয়াম
গ. রাবার ঘ. লোহা
সঠিক উত্তর : গ
১৬. রাবার, প্লাস্টিক, কাঠ ইত্যাদি হলো —
i. অধাতব পদার্থ
ii. বিদ্যুৎ সুপরিবাহী
iii. বিদ্যুৎ অপরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
১৭. লোহা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি —
i. ধাতব পদার্থ
ii. বিদ্যুৎ সুপরিবাহী
iii. তাপ কুপরিবাহী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
১৮. যে তাপমাত্রায় কঠিন পদার্থ গলে তরলে রূপান্তরিত হয় তাকে কী বলে?
ক. গলনাঙ্ক খ. স্ফুটনাঙ্ক
গ. শীতলীকরণ ঘ. বাষ্পীভবন
সঠিক উত্তর : ক
১৯. যে তাপমাত্রায় তরল পদার্থ ফুটতে শুরু করে তাকে কী বলে?
ক. গলনাঙ্ক খ. স্ফুটনাঙ্ক
গ. শীতলীকরণ ঘ. বাষ্পীভবন
সঠিক উত্তর : খ
২০. মোমের হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস?
ক. ৫৭ খ. ৬৭
গ. ৮৭ ঘ. ৯৭
সঠিক উত্তর : ক