ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

১. ভরের একক কোনটি?

 

ক. কিলোমিটার খ. কিলোগ্রাম

 

গ. কেলভিন ঘ. ক্যান্ডেলা

 

সঠিক উত্তর : খ

 

২. একটি ইট যে জায়গা দখল করে, তাকে কী বলে?

 

ক. ক্ষেত্রফল খ. আয়তন

 

গ. ভর ঘ. দৈর্ঘ্য

 

সঠিক উত্তর : খ

 

৩. কত ঘন সেন্টিমিটারে এক লিটার?

 

ক. ১০ ঘন সেন্টিমিটার

 

খ. ১০০ ঘন সেন্টিমিটার

 

গ. ১০০০ ঘন সেন্টিমিটার

 

ঘ. ১০০০০ ঘন সেন্টিমিটার

 

সঠিক উত্তর : গ

 

৪. কোন যন্ত্রটি তরলের আয়তন মাপতে ব্যবহৃত হয়?

 

ক. চোঙ খ. মাপচোঙ

 

গ. স্কেল ঘ. মাপন ফিতা

 

সঠিক উত্তর : খ

 

৫. ১ লিটার =?

 

ক. ১০ সিসি খ. ১০০ সিসি

 

গ. ৫০০ সিসি ঘ. ১০০০ সিসি

 

সঠিক উত্তর : ঘ

 

৬. সিজিএস পদ্ধতিতে ভরের একক কী?

 

ক. গ্রাম খ. কিলোগ্রাম

 

গ. টন ঘ. কেজি

 

সঠিক উত্তর : ক

 

৭. ১ কুইন্টাল =?

 

ক. ১০০ গ্রাম খ. ১০ কিলোগ্রাম

 

গ. ৫০ কিলোগ্রাম ঘ. ১০০ কিলোগ্রাম

 

সঠিক উত্তর : ঘ

 

৮. সূর্যঘড়ির প্রধান উপকরণ কী?

 

ক. সূর্য খ. চাঁদ

 

গ. পানি ঘ. বায়ু

 

সঠিক উত্তর : ক

 

৯. পয়সার পুরুত্বের একক কী?

 

ক. মিটার খ. সেন্টিমিটার

 

গ. মিলিমিটার ঘ. ঘনমিটার

 

সঠিক উত্তর : গ

 

১০. আলোক ঔজ্জ্বল্যের একক কোনটি?

 

ক. মোল খ. ফ্লাক্স

 

গ. ক্যান্ডেলা ঘ. অ্যাম্পিয়ার

 

সঠিক উত্তর : গ

 

 

 

 

 

 

 

 

 

 

 

১১. কোনো কিছু সম্পর্কিত তথ্যকে কী বলা হয়?

ক. বিজ্ঞান খ. জ্ঞান

গ. রাশি  ঘ. বিশ্বাস

সঠিক উত্তর : খ

১২. পদার্থের পরিমাণের একক কোনটি?

ক. ক্যান্ডেলা খ. মোল

গ. কিলোমিটার  ঘ. কেলভিন

সঠিক উত্তর : খ

১৩. আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক কয়টি?

ক. ৫টি খ. ৯টি

গ. ৭টি ঘ. ১১টি

সঠিক উত্তর : গ

১৪. বৈজ্ঞানিক পদ্ধতির শেষ ধাপ কোনটি?

ক. পরীক্ষা খ. সিদ্ধান্ত

গ. ফলাফল ঘ. উপাত্ত সংগ্রহ

সঠিক উত্তর : গ

১৫. সময়ের একক কোনটি?

ক. সেকেন্ড খ. মিনিট

গ. ঘণ্টা  ঘ. দিন

সঠিক উত্তর : গ

১৬. একটি বইয়ের ক্ষেত্রফল ২০ বর্গ ইঞ্চি হলে এবং দৈর্ঘ্য ৪.৫০ ইঞ্চি হলে বইটির প্রস্থ কত?

ক. ০.২২৫ ইঞ্চি  খ. ২.৫০ ইঞ্চি

গ. ৪.৪৪ ইঞ্চি ঘ. ৯০ ইঞ্চি

সঠিক উত্তর : গ

১৭. কত সাল থেকে পৃথিবীর সব দেশে একটি সাধারণ পরিমাপের পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়?

ক. ১৮৭৫ সাল খ. ১৮৭৭ সাল

গ. ১৯৬০ ঘ. ১৯৭৫ সাল

সঠিক উত্তর : ক

১৮. ১ কিমি. = কত মিলিমিটার?

ক. ১০০০ মিমি

খ. ১০০০০ মিমি

গ. ১০০০০০ মিমি

ঘ. ১০০০০০০ মিমি

সঠিক উত্তর : ঘ

১৯. বর্তমানে জ্বর নির্ণয়ে কতটি একক বহুল ব্যবহৃত হয়?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর : ক

২০. ডাক্তারি থার্মোমিটারের দাগাঙ্কিত পাঠ কত?

ক. ৩০°-৪০° ফারেনহাইট

খ. ৯৪°-১০৮° ফারেনহাইট

গ. ৯৫°-১০৫° ফারেনহাইট

ঘ. ৯৬°-১০৬° ফারেনহাইট

সঠিক উত্তর : খ