মানুষ কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

দশম শ্রেণি : বাংলা ১ম পত্র

 

১. ‘মহীয়ান’ শব্দের অর্থ কি?

 

ক. মহত্ত্ব খ. গরীয়ান

 

গ. সুমহান ঘ. মহাজ্ঞানী

 

সঠিক উত্তর : গ

 

২. ফরাসি সংস্কৃতিতে মেহমানকে কী বলা হতো?

 

ক. অতিথি

 

খ. মেজবান

 

গ. অতিথি নারায়ণ

 

ঘ. অতিথি কার্তিক

 

সঠিক উত্তর : গ

 

৩. ‘ভণ্ড’ শব্দের অর্থ কোনটি?

 

ক. হিংসুটে খ. কপট

 

গ. কৃপণ ঘ. উগ্র

 

সঠিক উত্তর : খ

 

৪. কালাপাহাড় কোন বর্ণের মানুষ ছিলেন?

 

ক. ব্রাহ্মণ খ. শূদ্র

 

গ. ক্ষত্রিয় ঘ. কায়স্থ

 

সঠিক উত্তর : ক

 

৫. কারও কারও মতে, কালাপাহাড় কোন সম্প্রদায়ের ছিলেন?

 

ক. ক্ষত্রিয় খ. শূদ্র

 

গ. ব্রাহ্মণ ঘ. মুসলিম

 

সঠিক উত্তর : গ

 

৬. ‘মানুষ’ কবিতায় কালাপাহাড়কে কেন আহ্বান জানানো হয়েছে?

 

ক. মোল্লাকে শাস্তি দেওয়ার জন্য

 

খ. পুরুতকে শায়েস্তা করার জন্য

 

গ. ভজনালয়ের দ্বার ভাঙার জন্য

 

ঘ. ভুখারিকে খাবার দেওয়ার জন্য

 

সঠিক উত্তর : গ

 

৭. ‘মানুষ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

 

ক. ঝিঙে ফুল খ. মৃত্যুক্ষুধা

 

গ. সাম্যবাদী ঘ. প্রলয়শিখা

 

সঠিক উত্তর : গ

 

৮. পৃথিবীতে বর্ণ, ধর্ম ও গোত্রে ভেদ আছে কেবল কার?

 

ক. বাঘের খ. সিংহের

 

গ. পাখির ঘ. মানুষের

 

সঠিক উত্তর : ঘ

 

 

 

 

 

 

 

 

 

৯. ‘মানুষ’ কবিতায় হৃদয়হীন কাজের দৃষ্টান্ত দেখিয়েছে কোন চরিত্রদ্বয়?

 

ক. মোল্লা–পুরোহিত

 

খ. ভুখারি–ক্ষুধার ঠাকুর

 

গ. চেঙ্গিস–কালাপাহাড়

 

ঘ. কালাপাহাড়–গজনি মামুদ

 

সঠিক উত্তর : ক

 

১০. ‘মানুষের চেয়ে বড় কিছু নাই’ — কে বলেছেন?

 

ক. ক্ষুধার ফকির

 

খ. মোল্লা

 

গ. কবি

 

ঘ. কালাপাহাড়

 

সঠিক উত্তর : গ

 

১১. ধর্মভীরু সাধারণ মানুষ নিজ ধর্ম রক্ষার্থে যা করে থাকে —

 

i. জীবন বাজি রাখে

 

ii. অন্য ধর্মের মানুষের সঙ্গে তর্কে জড়ায়

 

iii. নিজের ধর্ম শ্রেষ্ঠ বলে প্রচার করে

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

১২. ধর্ম মেনেও মানুষ অনেক সময় যেসব অপরাধ করে —

 

i. নিরন্নকে আহার দেয় না

 

ii. অন্য ধর্মের প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়

 

iii. মানুষকে অধিকার বঞ্চিত করে

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

১৩. ‘মানুষ’ কবিতায় কবি কার চেয়ে বড় কিছু নেই বলেছেন?

 

ক. ধর্মের খ. মানুষের

 

গ. গোত্রের ঘ. বর্ণের

 

সঠিক উত্তর : খ

 

১৪. ‘মানুষ’ কবিতায় কবি কিসের জয়গান গেয়েছেন?

 

ক. তারুণ্যের

 

খ. সাম্যের

 

গ. ধর্মভীরুতার

 

ঘ. স্বার্থপরতার

 

সঠিক উত্তর : খ

 

১৫. ‘নাই দেশ–কাল–পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি’ — এ বাক্যে কী প্রকাশ পেয়েছে?

 

ক. স্বার্থপর মানসিকতা

 

খ. ধর্মের জন্য জীবন

 

গ. ঘৃণ্য মানুষের ক্ষমতা প্রদর্শন

 

ঘ. জাত–ধর্মের ভেদাভেদ

 

সঠিক উত্তর : ঘ

 

 

 

 

 

 

 

 

 

 

 

১৬. ‘সব দেশে, সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি’ — ‘তিনি’ বলতে কাকে বোঝানো হয়েছে?

 

ক. সৃষ্টিকর্তাকে

 

খ. মোল্লা সাহেবকে

 

গ. মানুষকে

 

ঘ. মুসাফিরকে

 

সঠিক উত্তর : ক

 

১৭. ‘ক্ষুধার ঠাকুর, দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো’—উক্তিটি কার?

 

ক. পূজারীর খ. মোল্লার

 

গ. কবির ঘ. মুসল্লির

 

সঠিক উত্তর : ঘ

 

১৮. কী দেখে পূজারি ভজনালয় খুললেন?

 

ক. দেবতা খ. মানুষ

 

গ. ঠাকুর ঘ. স্বপন

 

সঠিক উত্তর : ঘ

 

১৯. ‘মানুষ’ কবিতায় সহসা কী বন্ধ হলো?

 

ক. মন্দির খ. মসজিদ

 

গ. দ্বার ঘ. পথ

 

সঠিক উত্তর : গ

 

২০. ‘মানুষ’ কবিতায় কে হেসে কুটিকুটি হয়েছে?

 

ক. পূজারি খ. দেবতা

 

গ. ভুখারি ঘ. মোল্লা

 

সঠিক উত্তর : ঘ

 

২১. ‘মানুষ’ কবিতায় আজারির চিন গায়ে কে এসেছিল?

 

ক. সাধু–সন্ন্যাসী খ. মুসাফির

 

গ. পাদ্রি ঘ. কালাপাহাড়

 

সঠিক উত্তর : খ

 

২২. ‘আজারির চিন’ কথাটির অর্থ কী?

 

ক. ছিন্ন বস্ত্র পরিহিত

 

খ. দুঃখ–কষ্টের ছাপ

 

গ. সারা শরীর রোগাক্রান্ত

 

ঘ. সহায়–সম্বলহীন

 

সঠিক উত্তর : গ

 

 

 

 

 

 

 

 

 

 

 

২৩. ‘ভ্যালা হলো দেখি ল্যাঠা’ — এ কথায় মোল্লা সাহেবের চরিত্রের কোন দিকটি প্রকাশ পায়?

 

ক. নিষ্ঠুরতা খ. বিরক্তি

 

গ. ঘৃণা ঘ. অসহায়ত্ব

 

সঠিক উত্তর : খ

 

২৪. ‘তাহলে শালা সোজা পথ দেখ’ — এ কথায় কী প্রকাশ পায়?

 

ক. ঘৃণা খ. নিষ্ঠুরতা

 

গ. ধৃষ্টতা ঘ. অকৃতজ্ঞতা

 

সঠিক উত্তর : গ

 

২৫. মোল্লা সাহেব মসজিদে তালা দিয়েছিলেন কেন?

 

ক. মুসাফিরকে ঘৃণা করে বলে

 

খ. মুসাফির নামাজ পড়ে না বলে

 

গ. তিনি নিজে ক্ষুধার্ত বলে

 

ঘ. তিনি স্বার্থপর বলে

 

সঠিক উত্তর : ঘ

 

২৬. ‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করোনি প্রভু’ — এ কথায় কী প্রকাশ পায়?

 

ক. কৃতজ্ঞতা খ. অভিযোগ

 

গ. ক্ষোভ ঘ. ফরিয়াদ

 

সঠিক উত্তর : ঘ

 

২৭. ‘মানুষ’ কবিতার কোন চরণে কবির প্রতিবাদ ধ্বনিত হয়েছে?

 

ক. ওই মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!

 

খ. তব মসজিদ–মন্দিরে প্রভু নাই মানুষের দাবি

 

গ. ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার

 

ঘ. তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়।

 

সঠিক উত্তর : গ

 

 

 

 

 

 

 

 

 

 

 

২৮. ‘চালা হাতুড়ি শাবল চালা’—‘মানুষ’ কবিতার এ চরণে কোন ভাব প্রকাশ পেয়েছে?

ক. উচ্ছেদ খ. ধ্বংস

গ. বিলোপ ঘ. প্রতিরোধ

সঠিক উত্তর : ঘ

২৯. মিনারে চড়ে কে স্বার্থের জয়গান গায়?

ক. পূজারি খ. মোল্লা

গ. ফুকারি ঘ. ভণ্ড

সঠিক উত্তর : ঘ

৩০. ‘আজারি’ শব্দের অর্থ কী?

ক. ব্যথিত খ. ক্ষুধার্ত

গ. পথিক ঘ. ভিখারি

সঠিক উত্তর : ক