ভর ও ওজনের মধ্যে দুটি পার্থক্য লেখো।

 

 

 

 

 

 

 

 

 

 

ভর ও ওজনের মধ্যে দুটি পার্থক্য হলো—

i. কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণই হলো ঐ বস্তুর ভর। অপরদিকে, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাই বস্তুর ওজন।

ii. আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম। পক্ষান্তরে, আন্তর্জাতিক পদ্ধতিতে ওজনের একক নিউটন।