১. সিদ্ধান্ত গ্রহণের প্রথম পর্যায় কোনটি?
ক. সমস্যার স্বরূপ উপলব্ধি
খ. বিকল্প অনুসন্ধান
গ. একটি সমাধান গ্রহণ
ঘ. বিকল্পসমূহ সম্পর্কে চিন্তা
সঠিক উত্তর : ক
২. সব মানুষের মধ্যে কোনটি বিরাজমান?
ক. সংগঠন খ. মূল্যায়ন
গ. লক্ষ্য ঘ. নিয়ন্ত্রণ
সঠিক উত্তর : গ
৩. গৃহ ব্যবস্থাপনায় কোনো সমস্যা দেখা দিলে তা মোকাবিলা করতে হয় নিয়ন্ত্রণের কোন স্তরে?
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. চতুর্থ
সঠিক উত্তর : গ
৪. পূর্ব থেকে স্থিরকৃত কার্যক্রম কোনটি?
ক. পরিকল্পনা খ. সিদ্ধান্ত গ্রহণ
গ. মূল্যায়ন ঘ. নিয়ন্ত্রণ
সঠিক উত্তর : ক
৫. ফারিয়া একজন শিক্ষক হতে চায়। এটি কোন ধরনের লক্ষ্য?
ক. সামাজিক খ. স্বল্পমেয়াদি
গ. পারিবারিক ঘ. তাৎক্ষণিক
সঠিক উত্তর : ক
৬. গৃহ ব্যবস্থাপনায় সিদ্ধান্ত গ্রহণের প্রথম পর্যায়ে কী করা হয়?
ক. সমস্যা সমাধান করা হয়
খ. বিকল্প পন্থা মূল্যায়ন করা হয়
গ. বিকল্প পন্থা বাছাই করা হয়
ঘ. সমস্যার প্রকৃতি নির্ণয় করা হয়
সঠিক উত্তর : ঘ
৭. সিদ্ধান্ত গ্রহণের দ্বিতীয় পর্যায়ে —
i. পন্থা বাছাই করা হয়
ii. তথ্য সংগ্রহ করা হয়
iii. সমাধানের সম্ভাব্য পন্থা অনুসন্ধান করা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও:
রিনা তার করণীয় কাজ কোথায় ও কীভাবে করবেন, তা স্থির করেন। এ ছাড়া তিনি পরিবারের বিভিন্ন সম্পদের ব্যবহার স্থির করে থাকেন।
৮. উদ্দীপকে গৃহ ব্যবস্থাপনার কোন ধাপের কথা বলা হয়েছে?
ক. পরিকল্পনা খ. সংগঠন
গ. নিয়ন্ত্রণ ঘ. মূল্যায়ন
সঠিক উত্তর : খ
৯. উল্লিখিত ধাপের অন্তর্ভুক্ত –
i. সদস্যদের মতামত যাচাই করা
ii. কোন কাজ কাকে দিয়ে করানো হবে
iii. কীভাবে কাজটি করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
১০. কাজের ফলাফল যাচাই করা হয় কোন ধাপে?
ক. নিয়ন্ত্রণ খ. পরিকল্পনা
গ. মূল্যায়ন ঘ. সংগঠন
সঠিক উত্তর : খ
১১. স্বল্পমেয়াদি লক্ষ্য নির্ধারণের মাধ্যমে কোন লক্ষ্য অর্জন করা যায়?
ক. তাৎক্ষণিক খ. মধ্যবর্তীকালীন
গ. দীর্ঘমেয়াদি ঘ. অস্থায়ী
সঠিক উত্তর : গ
১২. কোথায়, কী সম্পদ ব্যবহার করা হবে তা স্থির করা হয় গৃহ ব্যবস্থাপনার কোন পর্যায়ে?
ক. মূল্যায়ন খ. নিয়ন্ত্রণ
গ. সংগঠন ঘ. পরিকল্পনা
সঠিক উত্তর : গ
১৩. গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাকে বিশ্লেষণ করলে লক্ষ করা যায়—
i. উদ্দেশ্য নির্ধারণ
ii. সম্পদের আনুমানিক ধারণা
iii. সম্পদ ব্যবহারে ধারাবাহিক কর্মপন্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
১৪. মূল্যায়নের ক্ষেত্রে যেসব বিষয়ে সচেতন হতে হয়—
i. পরিকল্পনা
ii. নিয়ন্ত্রণ
iii. সিদ্ধান্ত গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
১৫. পর্যবেক্ষণের মাধ্যমে কাজের অগ্রগতি পরীক্ষা করা গৃহ ব্যবস্থাপনার কোন পর্যায়ের কাজ?
ক. পরিকল্পনা খ. নিয়ন্ত্রণ
গ. সংগঠন ঘ. মূল্যায়ন
সঠিক উত্তর : খ
১৬. স্বল্পমেয়াদি লক্ষ্য নির্ধারণের উদ্দেশ্য কী?
ক. তাৎক্ষণিক লক্ষ্য অর্জন
খ. মধ্যবর্তীকালীন লক্ষ্য অর্জন
গ. দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জন
ঘ. ধীরে ধীরে লক্ষ্য অর্জন
সঠিক উত্তর : গ
১৭. জ্বালানি সংকট দূরীকরণে সক্রিয় অংশগ্রহণ করে কোনটি?
ক. গৃহ ব্যবস্থাপনা
খ. জ্বালানি ব্যবস্থাপনা
গ. সমাজ ব্যবস্থাপনা
ঘ. সম্পদ ব্যবস্থাপনা
সঠিক উত্তর : ক
১৮. সংগঠনের কয়টি পর্যায় আছে?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
সঠিক উত্তর : খ
১৯. সংগঠন কথাটির ক্ষেত্রে কোনটি অধিক উপযোগী?
ক. একধরনের প্রতিষ্ঠান
খ. দলগত কর্মপন্থা
গ. পরিবারের একটি কর্মক্ষেত্র
ঘ. বিভিন্ন কাজের সংযোগ সাধন
সঠিক উত্তর : ঘ
২০. সাধারণত কিসের ভিত্তিতে পরিবারের লক্ষ্য স্থির করা হয়?
ক. পরিকল্পনার খ. মূল্যবোধের
গ. সংগঠনের ঘ. নিয়ন্ত্রণের
সঠিক উত্তর : খ