সংজ্ঞা-১। Suffix কাকে বলে?
উত্তরঃ যে বর্ণ বা বর্ণসমষ্টি কোনো শব্দের শেষে যুক্ত করে ঐ শব্দের অর্থ বা Parts of Speech পরিবর্তন করা হয় তাকে Suffix বলে।
সংজ্ঞা-২। কম্পোজিশন (Composition) কি?
উত্তরঃ ‘Composition’ শব্দের অর্থ কোনো কিছু লেখা অথবা টাইপ করা। Essay, letter, paragraph ইত্যাদি সাধারণভাবে Composition এর অন্তর্ভুক্ত।
সংজ্ঞা-৩। Adjective কাকে বলে?
উত্তরঃ যে Word কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে Adjective বলে।
a) Direct object (বস্তুবাচক কর্ম)
b) Indirect object (ব্যক্তিবাচক কর্ম)।
সংজ্ঞা-৫। Tense কি? Tense কত প্রকার ও কি কি?
উত্তরঃ “Tense” শব্দের বাংলা অর্থ কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense। তাই Tense-কে ইংরেজি ভাষার প্রাণ “Soul of English language” বলতে পারি। বাক্য গঠন, পরিবর্তন বা সংযোজন সব ক্ষেত্রেই Tense-এর প্রয়োজন অনস্বীকার্য।
কোন কার্য সম্পাদনের সময় বা কালকে Tense বলে। Tense প্রধানত তিন প্রকার। যথা–
1. Present Tense
2. Past Tense
3. Future Tense