ইংরেজি গ্রামার (Grammar) সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সংজ্ঞা-১। Suffix কাকে বলে?

উত্তরঃ যে বর্ণ বা বর্ণসমষ্টি কোনো শব্দের শেষে যুক্ত করে ঐ শব্দের অর্থ বা Parts of Speech পরিবর্তন করা হয় তাকে Suffix বলে।

সংজ্ঞা-২। কম্পোজিশন (Composition) কি?

উত্তরঃ Composition’ শব্দের অর্থ কোনো কিছু লেখা অথবা টাইপ করা। Essay, letter, paragraph ইত্যাদি সাধারণভাবে Composition এর অন্তর্ভুক্ত।

সংজ্ঞা-৩। Adjective কাকে বলে?

উত্তরঃ যে Word কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে Adjective বলে।

সংজ্ঞা-৪। Object (কর্ম) কি? Object কত প্রকার ও কি কি?
উত্তরঃ যে সকল Word বা words-এর সাহায্য ব্যতীত Verb-এর পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় না, তাকে Object বলে। Object প্রধানত দুই প্রকার। যথা–

a) Direct object (বস্তুবাচক কর্ম)

b) Indirect object (ব্যক্তিবাচক কর্ম)।

সংজ্ঞা-৫। Tense কি? Tense কত প্রকার ও কি কি?

উত্তরঃ Tense” শব্দের বাংলা অর্থ কাল। সঠিকভাবে ইংরেজি লেখার প্রধান শর্ত হলো Tense। তাই Tense-কে ইংরেজি ভাষার প্রাণ “Soul of English language” বলতে পারি। বাক্য গঠন, পরিবর্তন বা সংযোজন সব ক্ষেত্রেই Tense-এর প্রয়োজন অনস্বীকার্য।

কোন কার্য সম্পাদনের সময় বা কালকে Tense বলে। Tense প্রধানত তিন প্রকার। যথা–
1. Present Tense
2. Past Tense
3. Future Tense