প্রশ্ন-১। অক্সাইড কি?
উত্তরঃ অক্সাইড হল এক প্রকারের রাসায়নিক যৌগ যাতে অক্সিজেন ও অপর কোন মৌলের অন্তত একটি করে পরমাণু থাকে।
প্রশ্ন-২। কার্বন মনোক্সাইড কি?
উত্তরঃ কার্বন মনোক্সাইড (CO) হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাস যা বাতাসের তুলনায় হালকা। মানুষ সহ সকল মেরুদন্ডী ও অমেরুদণ্ডী হিমোগ্লোবিক প্রানীর জন্য বিষাক্ত।
প্রশ্ন-৩। কার্বন ডাই অক্সাইড কি?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড (CO2) একটি প্রাকৃতিক রাসায়নিক যৌগ যা দুইটি অক্সিজেন পরমাণু ও একটি কার্বন পরমাণু দিয়ে গঠিত এবং প্রতিটি অক্সিজেন পরমাণু একটি কার্বন পরমাণুর সাথে দ্বি-বন্ধন দ্বারা যুক্ত থাকে।
প্রশ্ন-৪। অক্সাইড কত প্রকার ও কী কী?
উত্তরঃ অক্সাইড প্রধানত নয় প্রকার। যথাঃ-
- অম্লীয় অক্সাইড (Acidic Oxides)
- ক্ষারীয় অক্সাইড (Basic Oxides)
- উভধর্মী অক্সাইড (Amphoteric Oxides)
- নিরপেক্ষ অক্সাইড (Neutral Oxides)
- সংক্ষানুপাতবিহীন অক্সাইড (Non Stochiometric Oxides)
- মিশ্র অক্সাইড (Mixed Oxides)
- পার-অক্সাইড (Per-Oxides)
- পলি-অক্সাইড (Poly Oxides)
- সাব-অক্সাইড (Sub-Oxides)
প্রশ্ন-৫। ক্ষারীয় অক্সাইড কাকে বলে?
উত্তরঃ ধাতুর যেসব অক্সাইড এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাদেরকে ক্ষারীয় অক্সাইড বলে।
প্রশ্ন-৬। অম্লীয় অক্সাইড কাকে বলে?
উত্তরঃ অধাতুর যেসব অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে এসিড উৎপন্ন করে, অথবা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে তাদেরকে অম্লীয় অক্সাইড বলে।