Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কী কী?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কতকগুলো Word একত্রে মিলিত হয়ে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে Sentence বলে। যেমনঃ

  • Sakiba is a good girl.
  • The sky is blue.
  • The boys play football in the field.

 

সাধারণত একটি Sentence-এ দু’টি অংশ থাকে। যথা–
1. Subject (উদ্দেশ্য) 2. Predicate (বিধেয়)
1. Subject : কোন Sentence বা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে Subject বা উদ্দেশ্য বলে। যেমন :
Nupur reads a novel. (নুপুর একটি উপন্যাস পড়ে।)
Rahima is my sister. (রহিমা আমার বোন।)