শ্বেতী বা ধবল রোগ বলতে শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট গোলাকৃতি সাদা (হাইপোপিগমেনটেড) এলাকাকে বোঝায়। চামড়ার মেলানোসাইট থেকে মেলানিন নামক এক প্রকার রঞ্জক পদার্থ তৈরির অভাবে এই রোগ হয়। এটি এক ধরনের বংশগত রোগ।
জিনের পরিবর্তনের ফলে এ রোগ বংশপরম্পরায় সংক্রমিত হতে থাকে। মানুষের পাশাপাশি উদ্ভিদ ও অন্যান্য জীবজন্তুর এ রোগ হয়ে থাকে। সাধারণত ত্বক, চুল ও চোখে এ রোগ দেখা যায়। এ রোগের সাথে ডায়াবেটিস (টাইপ-১), পারকিনসনস, অ্যানিমিয়া, ও আরো অন্যান্য অটোইমিউন রোগ জড়িত থাকে। সারা শরীরে এইরূপে সাদা হয়ে গেলে তাকে অ্যালবিনিসম বলে।