ধ্বনিতত্ত্ব কাকে বলে?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

বাংলা ব্যাকরণে ধ্বনি বা বর্ণের আলোচনাকে ধ্বনিতত্ত্ব বলে। ধ্বনি, ধ্বনির শ্রেণীবিভাগ, ধ্বনির উচ্চারণ, বর্ণ, বর্ণের প্রকারভেদ, বর্ণের উচ্চারণ, বর্ণবিন্যাস, ধ্বনি পরিবর্তন, ণত্ব ও ষত্ব বিধান সন্ধি ইত্যাদি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়।

এ সম্পর্কিত বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তরঃ–

১। ভাষার মূল উপাদান কী?

ক) অক্ষর

খ) ধ্বনি

গ) বর্ণ

ঘ) শব্দ

সঠিক উত্তর : খ) ধ্বনি

২। ধ্বনির সৃষ্টি হয় কিসের সাহায্যে?

ক) সাউন্ড বক্সের সাহায্যে

খ) ঠোঁটের সাহায্যে

গ) বাগযন্ত্রের দ্বারা

ঘ) মুখবিবর

সঠিক উত্তর : গ) বাগযন্ত্রের দ্বারা

 

৩। ধ্বনি উচ্চারণের উৎস কোনটি?

ক) কণ্ঠ

খ) শ্বাসনালী

গ) স্বরতন্ত্রী

ঘ) ফুসফুস

সঠিক উত্তর : ঘ) ফুসফুস

 

৪। ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখবিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক হলো–

ক) ফুসফুস ও ওষ্ঠ

খ) দাঁতের পাটি ও আলজিভ

গ) জিহ্বা ও ওষ্ঠ

ঘ) নরম তালু ও জিহ্বা

সঠিক উত্তর : গ) জিহ্বা ও ওষ্ঠ

৫। ধ্বনি কিসের দ্বারা সৃষ্টি হয়?

ক) ফুসফুস

খ) জিহ্বা

গ) বাগযন্ত্র

ঘ) কণ্ঠধ্বনি

সঠিক উত্তর : গ) বাগযন্ত্র