দশম অধ্যায় : বৃত্ত, অষ্টম শ্রেণির গণিত

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১। বৃত্ত কি?

উত্তরঃ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কোনো বিন্দু নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যে বক্রপথ অতিক্রম করে তাই বৃত্ত।

প্রশ্ন-২। বৃত্তের বাহু কয়টি?

উত্তরঃ অসংখ্য।

প্রশ্ন-৩। পরিধি কাকে বলে?

উত্তরঃ বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে।

প্রশ্ন-৪। ব্যাসার্ধ কাকে বলে?

উত্তরঃ বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলে।

প্রশ্ন-৫। একটি সরলরেখা একটি বৃত্তকে সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?

উত্তরঃ ২।

প্রশ্ন-৬। কোনো জ্যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে?

উত্তরঃ দুইটি।

প্রশ্ন-৭। কোনো বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদ বিন্দু বৃত্তটির-

উত্তরঃ কেন্দ্র