এসএসসি (SSC) ভূগোল ও পরিবেশ ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১. প্রতি সেকেন্ডে আলোর অতিক্রান্ত পথের দূরত্ব কত কিলোমিটার?

 

ক. প্রায় ২ লাখ খ. প্রায় ৩ লাখ

 

গ. প্রায় ৬ লাখ ঘ. প্রায় ৭ লাখ

 

সঠিক উত্তর : খ

 

২. আহ্নিক গতির ফলে—

 

i. পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হয়

 

ii. ঋতু পরিবর্তন হয়

 

iii. তাপমাত্রার তারতম্য সৃষ্টি হয়

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : খ

 

৩. আমাদের সৌরজগতের সদস্যরা কিসের প্রভাবে সূর্যের চারদিকে ঘুরছে?

 

ক. অভিকর্ষ বলের প্রভাবে

 

খ. আণবিক শক্তি দ্বারা

 

গ. ঘূর্ণন শক্তির প্রভাবে

 

ঘ. মহাকর্ষ বলের প্রভাবে

 

সঠিক উত্তর : ঘ

 

৪. ইউরেনাস ও নেপচুনকে কীভাবে দেখতে হয়?

 

ক. অণুবীক্ষণ যন্ত্র দিয়ে

 

খ. সানগ্লাস দিয়ে

 

গ. খালি চোখে

 

ঘ. দূরবীক্ষণ যন্ত্র দিয়ে

 

সঠিক উত্তর : ঘ

 

৫. দিন ও রাতের আলোর বিশেষ তারতম্য থাকে না কোন গ্রহে?

 

ক. শনি খ. শুক্র

 

গ. পৃথিবী ঘ. মঙ্গল

 

সঠিক উত্তর : খ

 

৬. উত্তর গোলার্ধে কত তারিখে দীর্ঘতম দিন হয়?

 

ক. ২১ মার্চ খ. ২৩ মে

 

গ. ২১ জুন ঘ. ২২ ডিসেম্বর

 

সঠিক উত্তর : গ

 

৭. ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ কত?

 

ক. ১৬০ কি.মি.

 

খ. ১,৬০০ কি.মি.

 

গ. ১৬,০০০ কি.মি.

 

ঘ. ১,৬০,০০০ কি.মি.

 

সঠিক উত্তর : খ

 

৮. পৃথিবী ছাড়া কোন গ্রহে গিরিখাত ও আগ্নেয়গিরি দেখা যায়?

 

ক. বৃহস্পতি খ. ইউরেনাস

 

গ. মঙ্গল ঘ. শনি

 

সঠিক উত্তর : গ

 

 

 

 

 

 

 

 

 

 

৯. নিরক্ষরেখা থেকে উত্তর দিকে ও দক্ষিণ দিকে দুই মেরু পর্যন্ত কত ডিগ্রি?

 

ক. ৪৫° খ. ৭৫°

 

গ. ৮৫° ঘ. ৯০°

 

সঠিক উত্তর : ঘ

 

১০. পৃথিবীর সর্ববৃহৎ পরিধি কোনটি?

 

ক. মেরুদেশীয় খ. কর্কটক্রান্তীয়

 

গ. মকরক্রান্তীয় ঘ. নিরক্ষীয়

 

সঠিক উত্তর : ঘ

 

১১. কোন রেখা থেকে পূর্ব ও পশ্চিমের অবস্থান জানা যায়?

 

ক. দ্রাঘিমারেখা খ. মূল মধ্যরেখা

 

গ. অক্ষরেখা ঘ. সমাক্ষরেখা

 

সঠিক উত্তর : খ

 

১২. নীহারিকা-এর ইংরেজি শব্দ কী?

 

ক. Meteor খ. Nebulae

 

গ. Comet ঘ. Milky way

 

সঠিক উত্তর : খ

 

১৩. বিজ্ঞানীদের মতে ছায়াপথ কেমন?

 

ক. উপবৃত্তাকার মণ্ডল

 

খ. সর্পিলাকার মণ্ডল

 

গ. চক্রাকার মণ্ডল

 

ঘ. সরলরৈখিক মণ্ডল

 

সঠিক উত্তর : গ

 

১৪. Orion কী?

 

ক. ক্যাসিওপিয়া খ. আদমসুরত

 

গ. লঘুসপ্তর্ষি ঘ. এরিডানাস

 

সঠিক উত্তর : খ

 

১৫. নীহারিকাসমূহ কোন পদার্থে পূর্ণ রয়েছে?

 

ক. গ্যাসীয় খ. কঠিন

 

গ. তরল ঘ. পাথুরে

 

সঠিক উত্তর : ক

 

১৬.উত্তর মেরুতে ঠিক মাথার ওপর ধ্রুবতারার উন্নতি কত ডিগ্রি?

 

ক. ০° খ. ৯০°

 

গ. ১৮০° ঘ. ৩৬০°

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

১৭. পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টোরাই-এর দূরত্ব কত আলোকবর্ষ?

 

ক. ৩.২ খ. ৪.২

 

গ. ৪.৮ ঘ. ৫.২

 

সঠিক উত্তর : খ

 

১৮. উল্কার ইংরেজি প্রতিশব্দ কোনটি?

 

ক. Comet খ. Stars

 

গ. Meteor ঘ. Nebulae

 

সঠিক উত্তর : গ

 

১৯. ধূমকেতু কী?

 

ক. জ্যোতিষ্ক খ. সৌরজগৎ

 

গ. গ্রহ ঘ. নক্ষত্র

 

সঠিক উত্তর : ক

 

২০. কোন কোন গ্রহের কোনো উপগ্রহ নেই?

 

ক. বুধ ও মঙ্গল খ. বুধ ও শনি

 

গ. বুধ ও শুক্র ঘ. শুক্র ও নেপচুন

 

সঠিক উত্তর : গ

 

২১. ইউরেনাসের উপগ্রহ কোনটি?

 

ক. টাইটান খ. মেরাডি

 

গ. অ্যারিয়েল ঘ. গ্যানিমেড

 

সঠিক উত্তর : গ

 

২২. সূর্যের ভর কত?

 

ক. ১.৯৯ × ১০১৩ কি.গ্রাম

 

খ. ১.৯৯ × ১০১২ কি.গ্রাম

 

গ. ১.৯৯ × ১০২৩ কি.গ্রাম

 

ঘ. ১.৯৯ × ১০০১৩ কি.গ্রাম

 

সঠিক উত্তর : ক

 

২৩. যে সূর্যটা আমরা প্রতিদিন দেখি, সেটি মূলত কী?

 

ক. একটি গ্রহ খ. একটি উপগ্রহ

 

গ. একটি নক্ষত্র ঘ. একটি উল্কা

 

সঠিক উত্তর : গ

 

২৪. রাতের আকাশের রুপালি চাঁদটা আসলে কী?

 

ক. গ্রহ খ. উপগ্রহ

 

গ. নক্ষত্র ঘ. উল্কা

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

২৫. নিজস্ব আলোর অধিকারী জ্যোতিষ্ককে কী বলে?

 

ক. গ্রহ খ. নক্ষত্র

 

গ. উল্কা ঘ. ধূমকেতু

 

সঠিক উত্তর : খ

 

২৬. কোন গ্রহের ২৭টি উপগ্রহ আছে?

 

ক. মঙ্গল খ. বৃহস্পতি

 

গ. শনি ঘ. ইউরেনাস

 

সঠিক উত্তর : ঘ

 

২৭. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?

 

ক. ৭ মিনিট ৮ সেকেন্ড

 

খ. ৮ মিনিট ১৯ সেকেন্ড

 

গ. ১০ মনিট ৯ সেকেন্ড

 

ঘ. ১৯ মিনিট ২০ সেকেন্ড

 

সঠিক উত্তর : খ

 

২৮. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?

 

ক. ১৩ কোটি মাইল

 

খ. ১৫ কোটি কিলোমিটার

 

গ. ২৫ কোটি কিলোমিটার

 

ঘ. ২৬ কোটি কিলোমিটার

 

সঠিক উত্তর : খ

 

২৯. আকাশের বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?

 

ক. গ্রহ খ. নক্ষত্র

 

গ. ধূমকেতু ঘ. সূর্য

 

সঠিক উত্তর : গ

 

৩০. জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালির আবিষ্কৃত ধূমকেতুর নাম কী?

 

ক. ডায়মন্ড ধূমকেতু

 

খ. হ্যালির ধূমকেতু

 

গ. উইলসেন ধূমকেতু

 

ঘ. পিটার্স ধূমকেতু

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

৩১.হ্যালির ধূমকেতু খ্রিষ্টপূর্ব কত অব্দ থেকে দেখা যায়?

 

ক. ২৩০ খ. ২৪০

 

গ. ২৫০ ঘ. ২৬০

 

সঠিক উত্তর : খ

 

৩২. গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?

 

ক. উপগ্রহ খ. নক্ষত্র

 

গ. ছায়াপথ ঘ. মেটিওর

 

সঠিক উত্তর : গ

 

৩৩. হ্যালির ধূমকেতু কত বছর পরপর দেখা যায়?

 

ক. ৭২ বছর খ. ৭৩ বছর

 

গ. ৭৬ বছর ঘ. ৮৬ বছর

 

সঠিক উত্তর : গ

 

৩৪. সর্বশেষ কবে হ্যালির ধূমকেতু দেখা যায়?

 

ক. ১৯৭৬ সালে খ. ১৯৮৬ সালে

 

গ. ১৯৭২ সালে ঘ. ১৯৮২ সালে

 

সঠিক উত্তর : খ

 

৩৫. সৌরজগতের কয়টি গ্রহ?

 

ক. ৭টি খ. ৮টি

 

গ. ৯টি ঘ. ১০টি

 

সঠিক উত্তর : খ

 

৩৬. পৃথিবী গ্রহের একমাত্র উপগ্রহ কোনটি?

 

ক. নক্ষত্র খ. চাঁদ

 

গ. ধূমকেতু ঘ. উল্কা

 

সঠিক উত্তর : খ

 

৩৭. সৌরজগতে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি?

 

ক. বুধ খ. শুক্র

 

গ. পৃথিবী ঘ. শনি

 

সঠিক উত্তর : ঘ

 

৩৮. নিচের কোনটি সৌরজগতের গ্রহ-উপগ্রহগুলোর নিয়ন্ত্রণ করে?

 

ক. পৃথিবী খ. সূর্য

 

গ. বুধ ঘ. শুক্র

 

সঠিক উত্তর : খ

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩৯. সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক কোনটি?

 

ক. সূর্য খ. বুধ

 

গ. পৃথিবী ঘ. নক্ষত্র

 

সঠিক উত্তর : ক

 

৪০. বাংলাদেশ গ্রিনিচ থেকে কোথায় অবস্থিত?

 

ক. ৬০°উত্তরে খ. ৯০° পূর্বে

 

গ. ৯৫°পশ্চিমে ঘ. ১৮০° দক্ষিণে

 

সঠিক উত্তর : খ

 

৪১. সূর্যের ব্যাস কত?

 

ক. ৮৪ লাখ ১৩ হাজার কি.মি.

 

খ. ১৩ লাখ ৮৪ হাজার কি.মি.

 

গ. ৮৪ লাখ ১৩ হাজার মাইল

 

ঘ. ১৩ লাখ ৮৪ হাজার মাইল

 

সঠিক উত্তর : খ

 

৪২. সৌরজগতে পৃথিবী, অন্যান্য গ্রহ ও উপগ্রহের তাপ ও আলোর মূল উৎস কী?

 

ক. সূর্য খ. নীহারিকা

 

গ. নক্ষত্রমণ্ডলী ঘ. ছায়াপথ

 

সঠিক উত্তর : ক

 

৪৩. সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত?

 

ক. ৫.৮ কি.মি. খ. ৯.৫ কি.মি.

 

গ. ৫.৮ কোটি কি.মি. ঘ. ৮.৫ কোটি কি.মি.

 

সঠিক উত্তর : গ

 

৪৪. সূর্যের চারদিকে ঘুরে আসতে শুক্রের কত সময় লাগে?

 

ক. ২৫ ঘণ্টা খ. ২২৫ দিন

 

গ. ৩৮৮ দিন ঘ. ৪ বছর

 

সঠিক উত্তর : খ

 

৪৫. পৃথিবীর ব্যাস কত?

 

ক. ১২,৬৬৭ কিলোমিটার

 

খ. ১২,৬৬৭ মাইল

 

গ. ১,৪২,৮০০ কিলোমিটার

 

ঘ. ১,৫২,৮০০ কিলোমিটার

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

৪৬. বৃহস্পতি আয়তনে পৃথিবীর কত গুণ বড়?

ক. ১৩০০ গুণ  খ. ১৩ হাজার গুণ

গ. ১৩ লক্ষ গুণ  ঘ. ১৩ কোটি গুণ

সঠিক উত্তর : ক

৪৭. কোন গ্রহের বায়ুমণ্ডলে বেশির ভাগই মিথেন ও অ্যামোনিয়া গ্যাস?

ক. বুধখ. শুক্র

গ. নেপচুন  ঘ. শনি

সঠিক উত্তর : গ

৪৮. পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন?

ক. অভিগত গোলকের মতো

খ. নিটোল ফুটবলের মতো

গ. চাকতির মতো

ঘ. নিটোল গোলকের মতো

সঠিক উত্তর : ক

৪৯. ১৯৬১ সালের ১২ এপ্রিল স্পুটনিকে চড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করেন কে?

ক. নীল আর্মস্ট্রং

খ. এডউইন অলড্রিন

গ. ভ্যালেন্তিনা তেরেসকোভা

ঘ. ইউরি গ্যাগারিন

সঠিক উত্তর : ঘ

৫০. পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর-দক্ষিণে কল্পিত রেখাকে কী বলে?

ক. অক্ষরেখা  খ. নিরক্ষরেখা

গ. মূল মধ্যরেখা  ঘ. দ্রাঘিমারেখা

সঠিক উত্তর : ক