অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৭ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

১. গণতন্ত্রে সব ক্ষমতার উৎস কী?

 

ক. রাষ্ট্র খ. প্রধানমন্ত্রী

 

গ. রাষ্ট্রপতি ঘ. জনগণ

 

সঠিক উত্তর : ঘ

 

২. অতীত ঐতিহ্য ধরে রাখতে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু আছে কোথায়?

 

ক. ইন্দোনেশিয়া খ. গ্রেট ব্রিটেন

 

গ. সৌদি আরব ঘ. ইরাক

 

সঠিক উত্তর : খ

 

৩. প্রজাতান্ত্রিক সরকারের রাষ্ট্রপ্রধান কীভাবে নির্বাচিত হয়?

 

ক. সাংসদের ভোটে

 

খ. জনগণের ভোটে

 

গ. ব্যবসায়ীদের ভোটে

 

ঘ. প্রধানমন্ত্রীর ভোটে

 

সঠিক উত্তর : খ

 

৪. বাংলাদেশে নিচের কোনটি নেই?

 

ক. বিভাগ খ. জেলা

 

গ. প্রদেশ ঘ. সিটি করপোরেশন

 

সঠিক উত্তর : গ

 

৫. বাংলাদেশে কার নেতৃত্বে থাকে মন্ত্রী পরিষদ?

 

ক. জাতীয় সংসদ

 

খ. প্রধানমন্ত্রী

 

গ. রাষ্ট্রপতি

 

ঘ. আইন বিভাগ

 

সঠিক উত্তর : খ

 

৬. বাংলাদেশে কয় কেন্দ্রিক শাসনব্যবস্থা প্রবর্তিত আছে?

 

ক. এক খ. দুই

 

গ. তিন ঘ. চার

 

সঠিক উত্তর : ক

 

৭. বাংলাদেশের আইনসভা কত স্তরবিশিষ্ট?

 

ক. এক খ. দুই

 

গ. তিন ঘ. চার

 

সঠিক উত্তর : ক

 

৮. সংবিধান সংশোধন করতে সংসদ সদস্যের মোট সংখ্যার কত অংশের ভোট লাগে?

 

ক. এক–তৃতীয়াংশ

 

খ. দুই–তৃতীয়াংশ

 

গ. অর্ধেক

 

ঘ. আশি ভাগ

 

সঠিক উত্তর : খ

 

৯. রাষ্ট্র কী ছাড়া চলতে পারে না?

 

ক. সরকার

 

খ. লিখিত শাসনতন্ত্র

 

গ. অনেক জনসংখ্যা

 

ঘ. অর্থসম্পদ

 

সঠিক উত্তর : ক

 

১০. জাতীয় সংসদে কজন স্পিকার থাকেন?

 

ক. এক খ. দুই

 

গ. তিন ঘ. চার

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

 

১১. সরকারের আয়–ব্যয় নিয়ন্ত্রণ করে কে?

 

ক. রাষ্ট্রপতি খ. জনগণ

 

গ. জাতীয় সংসদ ঘ. হিসাব বিভাগ

 

সঠিক উত্তর : গ

 

১২. বাংলাদেশের জাতীয় তহবিলের অভিভাবক কে?

 

ক. জনগণ খ. জাতীয় সংসদ

 

গ. রাষ্ট্রপতি গ. প্রধানমন্ত্রী

 

সঠিক উত্তর : খ

 

১৩. সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?

 

ক. এক খ. দুই

 

গ. তিন ঘ. চার

 

সঠিক উত্তর : খ

 

১৪. বাংলাদেশের গ্রামাঞ্চলে কত স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো চালু আছে?

 

ক. দুই খ. তিন

 

গ. চার ঘ. ছয়

 

সঠিক উত্তর : খ

 

১৫. স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?

 

ক. থানা খ. ইউনিয়ন পরিষদ

 

গ. গ্রাম সরকার ঘ. উপজেলা পরিষদ

 

সঠিক উত্তর : খ

 

১৬. নিচের কোন স্থানীয় সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় না?

 

ক. ইউনিয়ন পরিষদ

 

খ. পৌরসভা

 

গ. উপজেলা পরিষদ

 

ঘ. জেলা পরিষদ

 

সঠিক উত্তর : ঘ

 

১৭. ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

 

ক. ৫ ভাগে খ. ৪ ভাগে

 

গ. ৩ ভাগে ঘ. ২ ভাগে

 

সঠিক উত্তর : ঘ

 

১৮. জনগণের ভোটে যে সরকারের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন, সে নির্বাচিত সরকারকে কী বলা হয়?

 

ক. রাজতান্ত্রিক

 

খ. একনায়কতন্ত্র

 

গ. প্রজাতান্ত্রিক

 

ঘ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র

 

সঠিক উত্তর : গ

 

১৯. যে সরকারে কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, তাকে কোন ধরনের সরকার বলা হয়?

 

ক. এককেন্দ্রিক সরকার

 

খ. যুক্তরাষ্ট্রীয় সরকার

 

গ. রাজতান্ত্রিক সরকার

 

ঘ. একনায়কতান্ত্রিক সরকার

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

 

২০. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

 

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

 

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

 

সঠিক উত্তর : ক

 

২১. গণতন্ত্রে সাধারণত থাকে —

 

i. জনগণ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে

 

ii. সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে

 

iii. জনগণ সব ক্ষমতার উৎস

 

নিচের কোনটি সঠিক?

 

ক. ii খ. iii

 

গ. i ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

২২. সরকারের বিভাগ হলো —

 

i. বিচার বিভাগ

 

ii. আইন বিভাগ

 

iii. শাসন বিভাগ

 

নিচের কোনটি সঠিক?

 

ক. ii খ. iii

 

গ. i ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

২৩. সরকারের ধরনগুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকারব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কতটি?

 

ক. ২টি খ. ৪টি

 

গ. ৫টি ঘ. ৬টি

 

সঠিক উত্তর : খ

 

২৪. সংবিধান কী?

 

ক. রাষ্ট্র পরিচালনার মূল দলিল

 

খ. রাষ্ট্র পরিচালনার হাতিয়ার

 

গ. রাষ্ট্র পরিচালনার কৌশল

 

ঘ. রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড

 

সঠিক উত্তর : ক

 

২৫. কী অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়?

 

ক. রাষ্ট্রপতির আইন অনুযায়ী

 

খ. সংবিধান অনুযায়ী

 

গ. প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী

 

ঘ. প্রচলিত প্রথা অনুযায়ী

 

সঠিক উত্তর : খ

 

২৬. গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে ছিল?

 

ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল

 

খ. ১৯৭১ সালের ২৭ এপ্রিল

 

গ. ১৯৭২ সালের ১০ এপ্রিল

 

ঘ. ১৯৭২ সালের ১৭ জুলাই

 

সঠিক উত্তর : গ

 

২৭. কোনো কারণে সংসদ ভেঙে গেলে বা অবলুপ্ত হলে সংবিধান অনুযায়ী কত দিনের মধ্যে নির্বাচন করতে হয়?

 

ক. ৯০ খ. ৯৫

 

গ. ১০০ ঘ. ১০৫

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

২৮. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধিত হয়েছে?

 

ক. ১৭ বার খ. ১৮ বার

 

গ. ১৯ বার ঘ. ২১ বার

 

সঠিক উত্তর : ক

 

২৯. বাংলাদেশের সংবিধানের সর্বশেষ সংশোধনী গৃহীত হয় কবে?

 

ক. ২০১০ সালের ২২ সেপ্টেম্বর

 

খ. ২০১১ সালের ২০ জুন

 

গ. ২০১৩ সালের ৩০ জুন

 

ঘ. ২০১৮ সালের ৮ জুলাই

 

সঠিক উত্তর : ক

 

৩০. বাংলাদেশ রাষ্ট্রের পরিচয় কী?

 

ক. রাজতান্ত্রিক রাষ্ট্র

 

খ. সমাজতান্ত্রিক রাষ্ট্র

 

গ. সাম্প্রদায়িক রাষ্ট্র

 

ঘ. গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র

 

সঠিক উত্তর : ঘ

 

৩১. বাংলাদেশের সংবিধান কতটি ভাগে বিভক্ত রয়েছে?

 

ক. ১১ খ. ১২

 

গ. ১৩ ঘ. ১৪

 

সঠিক উত্তর : ক

 

৩২. বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে?

 

ক. ১৪০টি খ. ১৪৮টি

 

গ. ১৫২টি ঘ. ১৫৩টি

 

সঠিক উত্তর : ঘ

 

৩৩. বাংলাদেশের সংবিধানে কতটি প্রস্তাবনা রয়েছে?

 

ক. ১টি খ. ২টি

 

গ. ৩টি ঘ. ৪টি

 

সঠিক উত্তর : ক

 

৩৪. বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি মূলনীতির কথা বলা হয়েছে?

 

ক. ৪টি খ. ৫টি

 

গ. ৬টি ঘ. ৭টি

 

সঠিক উত্তর : ক

 

৩৫. নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি?

 

i. জাতীয়তাবাদ

 

ii. সমাজতন্ত্র ও গণতন্ত্র

 

iii. ধর্মনিরপেক্ষতা

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 

সঠিক উত্তর : ঘ

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩৬. সংবিধানে কোন ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?

 

ক. ইসলাম খ. হিন্দু

 

গ. বৌদ্ধ ঘ. খ্রিষ্টান

 

সঠিক উত্তর : ক

 

৩৭. কোনটি বাংলাদেশের নাগরিকদের পরিচয়?

 

ক. স্বদেশীয় খ. প্রবাসী

 

গ. বাংলাদেশি ঘ. বাঙালি

 

সঠিক উত্তর : গ

 

৩৮. জাতি হিসেবে বাংলাদেশের জনগণ কী নামে পরিচিত?

 

ক. বাংলা ভাষাভাষী

 

খ. প্রবাসী

 

গ. বাংলাদেশি

 

ঘ. বাঙালি

 

সঠিক উত্তর : ঘ

 

৩৯. সংসদীয় পদ্ধতির শাসনব্যবস্থায় প্রকৃত ক্ষমতা কার হাতে থাকবে?

 

ক. রাষ্ট্রপতির খ. অর্থমন্ত্রীর

 

গ. প্রধানমন্ত্রীর ঘ. মন্ত্রীর

 

সঠিক উত্তর : গ

 

৪০. সংবিধানে বিভিন্ন ধর্মাবলম্বীর ব্যাপারে নিশ্চিত করা হয়েছে —

 

i. সমান মর্যাদা

 

ii. সমান অধিকার

 

iii. বৈষম্য

 

নিচের কোনটি সঠিক?

 

ক. i ও ii খ. i ও iii

 

গ. i ও iii ঘ. i ও ii

 

সঠিক উত্তর : ঘ

 

৪১. বাংলাদেশের আইনসভায় প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যসংখ্যা কত?

 

ক. ২৭৫ খ. ৩০০

 

গ. ৩২৫ ঘ. ৩৫০

 

সঠিক উত্তর : খ

 

৪২. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি?

 

ক. ৫০ খ. ৫৫

 

গ. ৬০ ঘ. ৬৫

 

সঠিক উত্তর : ক

 

 

 

 

 

 

 

 

 

 

 

৪৩. সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সব ক্ষমতার মালিক কে?

ক. রাষ্ট্রপতি খ. অর্থমন্ত্রী

গ. প্রধানমন্ত্রী ঘ. জনগণ

সঠিক উত্তর : ঘ

৪৪. বাংলাদেশের নাগরিকদের ভোটাধিকার প্রদানের সর্বনিম্ন বয়স কত?

ক. ১৬ বছর খ. ১৮ বছর

গ. ২০ বছর ঘ. ২৫ বছর

সঠিক উত্তর : খ

৪৫. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. রাজনৈতিক খ. সাংস্কৃতিক

গ. পারিবারিক ঘ. সামাজিক

সঠিক উত্তর : ক

৪৬. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কী?

ক. যেখানে মন্ত্রী সাংসদদের ভোটে নির্বাচিত হন

খ. যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করেন

গ. যেখানে রাষ্ট্রপতি সুশীল সমাজের ভোটে নির্বাচিত হন

ঘ. যেখানে রাষ্ট্রপতি বিচারপতিদের ভোটে নির্বাচিত হন

সঠিক উত্তর : খ

৪৭. মানুষ মৌলিক অধিকারপ্রাপ্ত হয় কীভাবে?

ক. পরিশ্রমের মাধ্যমে

খ. জন্মগতভাবে

গ. বংশানুক্রমিকভাবে

ঘ. রাজনৈতিকভাবে

সঠিক উত্তর : খ

৪৮. সংবিধানে সমাজতন্ত্রকে মূলনীতি করার লক্ষ্য হলো —

i. সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা

ii. শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা

iii. ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৪৯. গণতন্ত্রকে রাষ্ট্রীয়  মূলনীতি করার লক্ষ্য হলো —

i. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা

ii. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের হস্তক্ষেপ নিশ্চিত করা

iii. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের বাড়াবাড়ি নিশ্চিত করা

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৫০. রাষ্ট্রের মূল চালিকা শক্তি কী?

ক. জনগণ খ. সরকার

গ. সুশীল সমাজ ঘ. সংবাদপত্র

সঠিক উত্তর : খ