ফেসবুক বলতে কী বোঝায়?
উত্তরঃ ফেসবুক হলো একটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক। ইন্টারনেট ব্যবহার করে এই নেটওয়ার্কের মাধ্যমে একজন অন্যজনের সাথে ভাব বিনিময় করে, ছবি, ভিডিও বিনিময় করে, কথাবার্তা বলে কিংবা বিশেষ কোনো একটা বিষয়ক আলোচনা করতে পারে।
ফেসবুক গ্রুপ কি?
উত্তরঃ ফেসবুক গ্রুপ হচ্ছে ফেসবুকের এমন একটি ফিচার যা কিছু সংখ্যক লোকের ছোট গ্রুপগুলোকে পরস্পরের আগ্রহ ও বিভিন্ন কার্যক্রমগুলোকে ভাগাভাগি করার সুযোগ দেয়। প্রতিটি গ্রুপের তার নিজস্ব পেইজ থাকে যেখানে গ্রুপের সদস্যরা ওয়াল পোস্ট, লিংক, ইমেজ এবং ভিডিওর মতো কনটেন্টগুলোকে দেখতে ও সেগুলো শেয়ার করতে পারে।
ফেসবুক ব্যবহারের কয়েকটি শর্টকাট কী (Key) লিখ।
উত্তরঃ ফেসবুক ব্যবহারের কয়েকটি শর্টকাট কী (Key) নিম্নরূপঃ
Enter – নির্বাচিত পোস্ট পুরোটা দেখাবে।
P – নতুন কিছু পোস্ট করার জন্য।
C – নির্বাচিত পোস্টে কমেন্ট করতে।
S – কোনো কিছু শেয়ার করা যাবে।
O – নির্বাচিত ছবি বড় করে দেখাবে।
Q – চ্যাটে কাউকে খুঁজে পেতে।