পদার্থবিজ্ঞান প্রশ্ন ও উত্তর (পর্ব-৩৭)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১। অভিকর্ষ বল কোন ধরনের বল?
উত্তরঃ অভিকর্ষ বল সংরক্ষণশীল বল।

প্রশ্ন-২। প্রবাহীর সান্দ্রতা গুণাংক কাকে বলে?
উত্তরঃ প্রবাহীর দুটি স্তরের মধ্যে বেগের গতি একক হলে তাদের একক ক্ষেত্রফলে যে সান্দ্র বল ক্রিয়া করে তাকে ঐ প্রবাহীর সান্দ্রতা গুণাংক বলে।

প্রশ্ন-৩। চুম্বকের রাসায়নিক সংকেত কি?
উত্তরঃ চুম্বকের রাসায়নিক সংকেত Fe3O4।

প্রশ্ন-৪। অভিকর্ষজ ত্বরণের মাত্রা কি?
উত্তরঃ অভিকর্ষজ ত্বরণের মাত্রা হলো LT−2।

প্রশ্ন-৫। সংশক্তি বল কাকে বলে?
উত্তরঃ একই পদার্থের অণুসমূহের মধ্যকার আকর্ষণ বলকে সংশক্তি বল বলে।

প্রশ্ন-৬। প্রক্ষিপ্ত বস্তু কাকে বলে?
উত্তরঃ অভিকর্ষের প্রভাবে শূন্য স্থানে ভূমির সাথে তীর্যকভাবে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুকে প্রক্ষিপ্ত বস্তু বা প্রাস বলে।

প্রশ্ন-৭। বিদ্যুৎ সংক্রান্ত মৌলিক একক কী?
উত্তরঃ বিদ্যুৎ সংক্রান্ত মৌলিক একক অ্যাম্পিয়ার।

প্রশ্ন-৮। সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা প্রদান করেন কে?
উত্তরঃ সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা প্রদান করেন বিজ্ঞানী কোপার্নিকাস।

প্রশ্ন-৯। তড়িৎ বিভব কি রাশি?
উত্তরঃ তড়িৎ বিভব লব্ধ রাশি।

প্রশ্ন-১০। লোড স্টোন কী?
উত্তরঃ লোড স্টোন চুম্বক পদার্থ।

প্রশ্ন-১১। বিজ্ঞানের মৌলিক শাখা কোনটি?
উত্তরঃ পদার্থবিজ্ঞান বিজ্ঞানের মৌলিক শাখা।

প্রশ্ন-১২। কোয়ান্টাম তত্ত্ব প্রথম কে প্রদান করেন?
উত্তরঃ প্ল্যাঙ্ক প্রথম কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন।

প্রশ্ন-১৩। স্কেলার ক্ষেত্র কি?
উত্তরঃ যেকোনো ক্ষেত্র বিবেচনা করা হোক না কেন, ক্ষেত্রের প্রতিটি বিন্দুর সাথে একটি ভৌত গুণ যুক্ত থাকে। ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট ভৌত গুণ যদি স্কেলার হয়, তবে ঐ ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্র বলে। ঘনত্ব, উষ্ণতা, বিভব ইত্যাদি স্কেলার ক্ষেত্রের উদাহরণ।

প্রশ্ন-১৪। কৃত্রিম চুম্বক কত ধরনের হয়?
উত্তরঃ কৃত্রিম চুম্বক দুই ধরনের হয়। যথা :
i. স্থায়ী চুম্বক
ii. অস্থায়ী চুম্বক

স্থায়ী চুম্বক চার প্রকার। যথা :
i. দণ্ড চুম্বক
ii. অশ্বখুরাকৃতি চুম্বক,
iii. শলাকা চুম্বক,
iv. রিং চুম্বক।

প্রশ্ন-১৫। অভ্যন্তরীণ রোধ কী?
উত্তরঃ প্রত্যেক তড়িৎ উৎসের একটি নিজস্ব রোধ থাকে। একে অভ্যন্তরীণ রোধ বলা হয়। একে r দিয়ে প্রকাশ করা হয়।