১. আদমশুমারি কত বছর পরপর পরিচালিত হয়?
ক. ৩ বছর খ. ৫ বছর
গ. ১০ বছর ঘ. ১৩ বছর
সঠিক উত্তর : গ
২. ম্যালথাসের মতে কত বছর অন্তর জনসংখ্যা দ্বিগুণ হয়?
ক. ১০ বছর খ. ১৫ বছর
গ. ২৫ বছর ঘ. ৫০ বছর
সঠিক উত্তর : গ
৩. জনসংখ্যা ঘনত্বের সূত্র কোনটি?
ক. DP = TP _ TA
খ. DP = TA _ TP
গ. TP _ TA
ঘ. TP = DP _ TA
সঠিক উত্তর : ক
৪. ভূমি ও জনসংখ্যার অনুপাতকে কী বলে?
ক. জনসংখ্যার সমষ্টি
খ. জনসংখ্যার ঘনত্ব
গ. জন্মহার
ঘ. মৃত্যুহার
সঠিক উত্তর : খ
৫. জনসংখ্যা বৃদ্ধির ফলে ভোগব্যয় কীরূপ পরিবর্তন হয়?
ক. বৃদ্ধি পায়
খ. হ্রাস পায়
গ. ক্রমবর্ধমান হারে বাড়ে
ঘ. কোনোটিই নয়
সঠিক উত্তর : খ
৬. বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের পথে বাধা কোনটি?
ক. ক্রমহ্রাসমান জনসংখ্যা
খ. ক্রমবর্ধমান জনসংখ্যা
গ. বেকারত্ব
ঘ. দরিদ্রতা
সঠিক উত্তর : খ
৭. CBR – এর পূর্ণরূপ কী?
ক. Crude Birth Rate
খ. Crude Birth Reference
গ. Crude Both Rate
ঘ. Curve Birth Rate
সঠিক উত্তর : ক
৮. মোট অভিবাসী এবং মোট দেশান্তরিত জনসংখ্যার পার্থক্যকে বলা হয় —
ক. মৃত্যুহার খ. কাম্য জনসংখ্যা
গ. নিট অভিবাসন ঘ. জনসংখ্যার ঘনত্বগ
সঠিক উত্তর : গ
৯. স্থূল জন্মহার কী পদ্ধতিতে প্রকাশ করা হয়?
ক. এককে খ. শতকরায়
গ. ভগ্নাংশে ঘ. হাজারে
সঠিক উত্তর : গ
১০. জনসংখ্যা বৃদ্ধির সামাজিক কারণ কোনটি?
ক. দরিদ্রতা খ. শিক্ষার অভাব
গ. বেকারত্ব ঘ. জলবায়ু পরিবর্তন
সঠিক উত্তর : খ
১১. রবার্ট ম্যালথাস কে?
ক. অর্থনীতিবিদ খ. গণিতবিদ
গ. বিজ্ঞানী ঘ. ইতিহাসবিদ
সঠিক উত্তর : ক
১২. ম্যালথাসীয় জনসংখ্যাতত্ত্বের প্রবর্তক কে?
ক. অ্যাডাম স্মিথ খ. ডাল্টন
গ. এল রবিন্স ঘ. রবার্ট ম্যালথাস
সঠিক উত্তর : ঘ
১৩. ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে…
ক. জ্যামিতিক হারে
খ. গাণিতিক হারে
গ. এককভাবে
ঘ. সমষ্টিগতভাবে
সঠিক উত্তর : ক
১৪. নিচের কোনটি জ্যামিতিক হার?
ক. ১, ২, ৩, ৪ খ. ১, ২, ৪, ৮
গ. ২, ৪, ৬, ৮ ঘ. ১, ৩, ৫, ৭
সঠিক উত্তর : খ
১৫. জনসংখ্যা–সম্পর্কিত প্রচলিত তত্ত্ব কয়টি?
ক. ২টি খ. ৫টি
গ. ৭টি ঘ. ৯টি
সঠিক উত্তর : ক
১৬. ম্যালথাসের চক্র অনুযায়ী খাদ্যোৎপাদন কীভাবে বাড়ে?
ক. জ্যামিতিক হারে খ. গাণিতিক হারে
গ. এককভাবে ঘ. শতকরা হারে
সঠিক উত্তর : খ
১৭. ম্যালথাসের মতে কয়টি উপায়ে জনসংখ্যা বৃদ্ধি রোধ করা যায়?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
সঠিক উত্তর : ক
১৮. জনসংখ্যার যে স্তরে সর্বাধিক মাথাপিছু আয় পাওয়া যায়, তা-ই ‘কাম্য জনসংখ্যা’—কার মতামত?
ক. ডাল্টন খ. ম্যালথাস
গ. এল রবিন্স ঘ. মার্শাল
সঠিক উত্তর : ক
১৯. ‘Essay on the principles of population’ গ্রন্থটি কার?
ক. মার্শাল খ. রবার্ট ম্যালথাস
গ. জন ডাল্টন ঘ. এল রবিন্স
সঠিক উত্তর : খ
২০. দেশের অভ্যন্তরে জনগণের স্থানান্তরকে কী বলে?
ক. নিট অভিবাসন
খ. অভিবাসন
গ. অভ্যরীণ অভিগমন
ঘ. বহির্গমন
সঠিক উত্তর : গ
২১. কোনটির মাধ্যমে জনসংখ্যার পরিমাপ করা যায়?
ক. ভোটার খ. পেশা
গ. আদমশুমারি ঘ. ঘরবাড়ি
সঠিক উত্তর : গ
২২. আদমশুমারি সাধারণত কত বছর পর হয়?
ক. তিন বছর খ. পাঁচ বছর
গ. আট বছর ঘ. দশ বছর
সঠিক উত্তর : ঘ
২৩. জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সরাসরি কিসের ওপর পড়ে?
ক. খাদ্যের খ. ভূমির
গ. পরিবেশের ঘ. কর্মসংস্থানের
সঠিক উত্তর : খ
২৪. জনসংখ্যা–সম্পর্কিত প্রচলিত তত্ত্ব কয়টি?
ক. ২টি খ. ৫টি
গ. ৭টি ঘ. ৯টি
সঠিক উত্তর : ক
২৫. কোন তত্ত্বটি অধিক বৈজ্ঞানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত?
ক. ম্যালথাসের জনসংখ্যাতত্ত্ব
খ. কাম্য জনসংখ্যাতত্ত্ব
গ. জাতিসংঘ রিপোর্ট
ঘ. রবিন্স তত্ত্ব
সঠিক উত্তর : খ
২৬. জনগণকে সামগ্রিক সম্পদের সঙ্গে তুলনা করা হয়েছে কোন তত্ত্বে?
ক. ম্যালথাসের জনসংখ্যাতত্ত্বে
খ. কাম্য জনসংখ্যাতত্ত্বে
গ. জাতিসংঘ রিপোর্টে
ঘ. রবিন্স তত্ত্বে
সঠিক উত্তর : খ
২৭. একটি দেশের জনসংখ্যা কখন স্থিতিশীল থাকে?
ক. বেকারত্ব বৃদ্ধি পেলে
খ. শিক্ষার হার কমলে
গ. জন্মহার ও মৃত্যুহার সমান হলে
ঘ. জন্মহার বাড়লে
সঠিক উত্তর : গ
২৮. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বানুযায়ী খাদ্যের উৎপাদন হয়—
ক. গাণিতিক হারে
খ. বর্ধমান হারে
গ. হ্রাসমান হারে
ঘ. জ্যামিতিক হারে
সঠিক উত্তর : ক
২৯. জন্মহার পরিমাপের প্রচলিত ও গ্রহণযোগ্য পদ্ধতি কোনটি?
ক. স্থূল জন্মহার খ. স্থূল মৃত্যুহার
গ. বহির্গমন ঘ. অভিবাসন
সঠিক উত্তর : ক
৩০. অশোধিত জন্মহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. CDR খ. CBR
গ. CRD ঘ. DR
সঠিক উত্তর : খ
৩১. অশোধিত মৃত্যুহারের সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. CDR খ. CBR
গ. CRD ঘ. DR
সঠিক উত্তর : ক
৩২. জন্মহার কী পরিবর্তনের মাপকাঠি?
ক. শিক্ষা খ. মাথাপিছু আয়
গ. জনসংখ্যা ঘ. রাজনীতি
সঠিক উত্তর : গ
৩৩. অর্থনীতিবিদ Gunar Myrdal-এর মতে মানবসম্পদ উন্নয়নের অপরিহার্য উপাদান কয়টি?
ক. ৩টি খ. ৫টি
গ. ৮টি ঘ. ১৩টি
সঠিক উত্তর : গ
৩৪. কাম্য জনসংখ্যার উৎপাদনভিত্তিক সংজ্ঞা কে দিয়েছেন?
ক. এল রবিন্স খ. ম্যালথাস
গ. ডাল্টন ঘ. মার্শাল
সঠিক উত্তর : ক
৩৫. কাম্য জনসংখ্যার আয়ভিত্তিক সংজ্ঞা কে দিয়েছেন?
ক. ডাল্টন খ. ম্যালথাস
গ. এল রবিন্স ঘ. মার্শাল
সঠিক উত্তর : ক