লেন্স সম্পর্কিত প্রশ্ন ও উত্তর (Lens related Question and Answer in Bangla)

প্রশ্ন-১। লেন্স কী? (What is lens?)

উত্তরঃ দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স (Lens) বলে।

 

প্রশ্ন-২। লেন্সের ক্ষমতার একক কি? (What is the unit power of lens?)

উত্তরঃ লেন্সের ক্ষমতার একক হলো ডাইঅপ্টার।

 

প্রশ্ন-৩। উত্তল লেন্স কাকে বলে? (What is called convex lens short answer?)

উত্তরঃ যে লেন্সের মধ্যভাগ মোটা ও দুই প্রান্ত সরু তাকে উত্তল লেন্স বা অভিসারী লেন্স বলে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-৪। অবতল লেন্স কী? (What is a concave lense?)

উত্তরঃ যে লেন্সের মধ্যভাগ সরু বা চিকন কিন্তু প্রান্তদ্বয় মোটা তাকে অবতল লেন্স বা অপসারী লেন্স বলে।

 

প্রশ্ন-৫। অভিসারী লেন্স কী? (What is converging lens?)

উত্তরঃ যে লেন্স একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মিকে প্রতিসরণের পর একটি বিন্দুতে মিলিত করে বা অভিসারী করে, সেই লেন্সকে অভিসারী লেন্স বলে। যেমন– উত্তল লেন্স।

 

প্রশ্ন-৬। অপসারী লেন্স কাকে বলে?

উত্তরঃ যে লেন্স একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে প্রতিসরণের পর ছড়িয়ে দেয় বা অপসারী করে, সেই লেন্সকে অপসারী লেন্স বলে। যেমন– অবতল লেন্স।

 

প্রশ্ন-৭। সমোতলোত্তল লেন্স কাকে বলে?

উত্তরঃ যে লেন্সের একটি তল সমতল ও অন্যতল উত্তল তাকে সমোতলোত্তল লেন্স বলে।

 

প্রশ্ন-৮। উত্তলাবতল লেন্স কাকে বলে?

উত্তরঃ যে লেন্সের একটি তল উত্তল ও অপর তল অবতল তাকে উত্তলাবতল লেন্স বলে।

 

প্রশ্ন-৯। লেন্সের প্রধান অক্ষের সংজ্ঞা দাও।

উত্তরঃ লেন্সের উভয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে।

 

প্রশ্ন-১০। উত্তল লেন্সে কোথায় কোথায় ব্যবহার করা হয়?

উত্তরঃ চশমা, ক্যামেরা, অণুবীক্ষণ, দূরবীক্ষণ ইত্যাদি আলোক যন্ত্রে উত্তল লেন্স ব্যবহার করা হয়।

 

প্রশ্ন-১১। অভিসারী লেন্স দিয়ে সূর্যের আলোতে এক টুকরো কাগজে আগুন ধরানো সম্ভব কী?

উত্তরঃ অভিসারী লেন্সের সাহায্যে সূর্যের আলোতে কাগজে আগুন ধরানো সম্ভব। কারণ অভিসারী লেন্স প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে প্রধান ফোকাসে একত্রিত করে। যে কারণে সূর্য থেকে আগত আলোকরশ্মি লেন্সে আপতিত হলে, লেন্স ঐ আলোক রশ্মিকে কাগজের উপর কেন্দ্রীভূত করে আলোকশক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে। ফলে কাগজে আগুন ধরে যায়।

 

প্রশ্ন-১২। স্পর্শ না করে কীভাবে একটি লেন্স সনাক্ত করা যায়?

উত্তরঃ লেন্সের সামনে খুব কাছাকাছি একটি আঙ্গুল রেখে যদি সোজা ও বিবর্ধিত বিম্ব পাওয়া যায় তাহলে সে লেন্সটি উত্তল আর যদি সোজা ও খর্বিত বিম্ব পাওয়া যায় তাহলে সে লেন্সটি অবতল।

 

প্রশ্ন-১৩। লেন্সের ক্ষমতা বলতে কি বুঝায়?

উত্তরঃ একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিকে কোনো লেন্সের অভিসারী (উত্তল লেন্সে) গুচ্ছে বা অপসারী (অবতল লেন্সে) গুচ্ছে পরিণত করার সামর্থ্যকে ওই লেন্সের ক্ষমতা বলে।

 

প্রশ্ন-১৪। উত্তল ও অবতল দর্পণের মধ্যে দুটি পার্থক্য লিখ।

উত্তরঃ উত্তল ও অবতল দর্পণের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপঃ

 

উত্তল দর্পণ

 

 

 

 

 

 

 

 

 

 

  1. উত্তল দর্পণের ক্ষেত্রে গোলকের উত্তল পৃষ্ঠ প্রতিফলকরূপে কাজ করে।
  2. উত্তল দর্পণে সর্বদা অবাস্তব বিম্ব গঠিত হয়।

অবতল দর্পণ

  1. অবতল দর্পণের ক্ষেত্রে গোলকের অবতল পৃষ্ঠ প্রতিফলকরূপে কাজ করে।
  2. অবতল দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় বিম্বই গঠিত হয়।