তৃতীয় অধ্যায় : কৃষি উপকরণ, কৃষিশিক্ষা (সপ্তম শ্রেণি)

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১. উদ্ভিদের পুষ্টি উপাদান কয়টি?

উত্তর : ১৭ টি।

 

প্রশ্ন-২. পরিবেশকে বাঁচাতে কী ধরনের বালাইনাশক ব্যবহার করতে হয়?

উত্তর : পরিবেশ বাঁচাতে জৈব এবং অরাসায়নিক বালাইনাশক ব্যবহার করতে হয়।

 

প্রশ্ন-৩. উদ্ভিদের পুষ্টি উপাদান বলতে কী বোঝ?

উত্তর : উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য যেসব উপাদান শোষণ করে সেগুলোই উদ্ভিদের পুষ্টি উপাদান।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-৪. উদ্ভিদের পুষ্টি উপাদানের উৎসসমূহ কয়টি ও কী কী?
উত্তর : উদ্ভিদের পুষ্টি উপাদানের উৎস হলো দুটি। যথা : ১. প্রাকৃতিক উৎস ও ২. কৃত্রিক উৎস।

প্রশ্ন-৫. অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলতে কী বোঝ?
উত্তর : উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, বায়ু ও পানি হতে কতকগুলো উপাদান শোষণ করে থাকে। এসব প্রয়োজনীয় উপাদানগুলো হলো পুষ্টি উপাদান। এই পুষ্টি উপাদানগুলোর অভাব হলে অন্য কোনো পুষ্টি উপাদান দ্বারা তা পূরণ করা যায় না, তাই এ পুষ্টি উপাদানগুলোকে অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বলে।

প্রশ্ন-৬. কী কারণে বালাইনাশককে নীরব ঘাতক বলা হয় ব্যাখ্যা কর।
উত্তর : বালাইনাশক হলো বিষ। আর এ বিষ ব্যবহারের ফলে পরিবেশ আজ হুমকির মুখে। কেননা এসব রাসায়নিক বালাইনাশক মাটি এবং ফসলে ও ভোক্তার শরীরে দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলে। তাই বালাইনাশককে নীরব ঘাতক বলা হয়।