জীববিজ্ঞান প্রশ্ন ও উত্তর (পর্ব- ২৭)

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১। ক্লিভেজ কী?

উত্তরঃ জাইগোটের বিভাজনই হলো ক্লিভেজ।

 

প্রশ্ন-২। হেটারোট্রফিক কাকে বলে?

উত্তরঃ যে সব জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল তাদেরকে হেটারোট্রফিক বলে।

 

প্রশ্ন-৩। সম্পূরক আমিষ কাকে বলে?

উত্তরঃ মিশ্র আমিষকেই সম্পূরক আমিষ বলে।

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-৪। সামগ্রিক চলন কাকে বলে?

উত্তরঃ উদ্ভিদ দেহের কোন অংশ যখন সামগ্রিকভাবে প্রয়োজনের তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন তাকে সামগ্রিক চলন বলে।

 

প্রশ্ন-৫। লিউকোমিয়া কাকে বলে?

উত্তরঃ রক্ত কোষের ক্যান্সারকে লিউকোমিয়া বলে।

 

প্রশ্ন-৬। লাইগেজ কাকে বলে?

উত্তরঃ রেস্ট্রিকশন এনজাইম দ্বারা ছেদনকৃত DNA খণ্ডসমূহ সংযুক্ত করার জন্য যে এনজাইম ব্যবহৃত হয় তাকে লাইগেজ বলে।

 

প্রশ্ন-৭। খারাপ কোলেস্টেরল কাকে বলে?

উত্তরঃ LDL কে খারাপ কোলেস্টেরল বলে।

 

প্রশ্ন-৮। গর্ভযন্ত্র কাকে বলে?

উত্তরঃ স্ত্রী গ্যামেটোফাইটের ডিম্বকরন্ধের দিকের কোষ তিনটিকে গর্ভযন্ত্র বলে।

 

প্রশ্ন-৯। মেনিনজেস কাকে বলে?

উত্তরঃ মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জু আবৃতকারী পর্দাকে মেনিনজেস বলে।

 

প্রশ্ন-১০। লাইকেন কীভাবে গঠিত হয়?

উত্তরঃ একটি শৈবাল ও একটি ছত্রাক সহাবস্থান করে লাইকেন গঠন করে।

 

প্রশ্ন-১১। উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে কী তৈরি হয়?

উত্তরঃ ইউরিয়া ও হিউমাস।

 

প্রশ্ন-১২। TMV অর্থ কি?

উত্তরঃ TMV অর্থ Tobacco Mosaic Virus.

 

প্রশ্ন-১৩। PCR অর্থ কি?

উত্তরঃ Polymerase Chain Reaction কে সংক্ষেপে PCR বলে।

 

প্রশ্ন-১৪। ভিত্তি কোষ কাকে বলে?

উত্তরঃ জাইগোট বিভাজনের সময় ডিমব্করন্ধের দিকের কোষকে ভিত্তি কোষ বলে।

 

প্রশ্ন-১৫। The Orgin of Species by Means of Natural Selection বইটির লেখক কে?

উত্তরঃ ডারউইন।

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১৬। স্পোরোফাইট কীভাবে সৃষ্টি হয়?
উত্তরঃ জাইগোট হলো স্পোরোফাইটের প্রথম কোষ। পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়। জাইগোট বার বার বিভাজিত হয়ে স্পোরোফাইট সৃষ্টি হয়।

প্রশ্ন-১৭। নাড়ী কাকে বলে?
উত্তরঃ অমরার অম্বেলিকাল কর্ড ভ্রূণের নাভির সাথে যুক্ত থাকে। একে নাড়ী বলে।

প্রশ্ন-১৮। একটি আদর্শ ফুলের কয়টি অংশ রয়েছে?
উত্তরঃ একটি আদর্শ ফুলের পাঁচটি অংশ রয়েছে। যথাঃ- পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রী স্তবক।

প্রশ্ন-১৯। লসিকা কোষ কাকে বলে?
উত্তরঃ লসিকার মধ্যে কিছু রোগ প্রতিরোধী কোষ থাকে। তাদের লসিকা কোষ বলে।

প্রশ্ন-২০। হস্টোরিয়া কি?
উত্তরঃ হস্টোরিয়া হল এক ধরনের চোষক অঙ্গ যার মাধ্যমে স্বর্ণলতা আশ্রয়দাতা উদ্ভিদ থেকে তার খাদ্য সংগ্রহ করে।