মেমোরি অ্যাকসেস কাকে বলে? মেমোরি অ্যাকসেস কত ধরনের? What is Memory Access?

 

 

 

 

 

CPU (নির্দিষ্ট করে ALU বা Control Unit) কর্তৃক Memory তে কিছু পাঠ করা বা লেখাকে মেমোরি অ্যাকসেস (Memory Access) বলে। মেমোরি অ্যাকসেস চার ধরনের। যথা :

 

1. Random Access : এক্ষেত্রে মেমোরিতে থাকা বিট বা শব্দকে একবারে অ্যাকসেস করা যায়। অর্থাৎ এক্ষেত্রে সকল বিট (Bit) এর অ্যাকসেস সমান।

 

2. Serial Access : এ ধরনের অ্যাকসেসের ক্ষেত্রে বিট বা শব্দ একবারে অ্যাকসেস না করে একটির পর একটি অ্যাকসেস করে। এ ধরনের অ্যাকসেসে সময় বেশি লাগে। চৌম্বক টেপ এর একটি উদাহরণ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

3. Direct Access : এ ধরনের অ্যাকসেস এর সময় রিড/রাইট হেডকে নির্দিষ্ট ট্রাকে নিয়ে কেবলমাত্র প্রয়োজনীয় বিট বা শব্দটি পড়া হয়। নির্দিষ্ট ট্রাকের আগের বা পড়ের বিট বা শব্দ পড়তে বা লিখতে হয় না। এ ধরনের একসেসে Random Access এর চেয়ে বেশি। কিন্তু এর চেয়ে কম সময়ের প্রয়োজন হয়।

4. Cyclic Access : এক্ষেত্রে বৃত্তাকারে সাজানো ও ঘূর্ণায়মান বিটগুলো অ্যাকসেস করা হয়। রিড/রাইট হেডের নিচ দিয়ে ঘূর্ণায়মান বিটগুলোর যখন যেটি যায় সেটি পড়া হয়। এটি ধীরগতির প্রক্রিয়া। চৌম্বক ড্রাম এর উদাহরণ।