এসএসসি ২০২২ – বাংলা ১ম পত্র
১. সৈয়দ মুজতবা আলী কোনটির নিজস্ব নির্মাতা ছিলেন?
ক. কাব্যশৈলী খ. গদ্যশৈলী
গ. নাট্যশৈলী ঘ. ছন্দের
সঠিক উত্তর : খ
২. সৈয়দ মুজতবা আলীর রচনার বৈশিষ্ট্য কোনটি?
ক. গীতিময় খ. গাম্ভীর্যপূর্ণ
গ. রসগ্রাহী ঘ. সরল
সঠিক উত্তর : গ
৩. লেখক কোন ঋতুতে খাজামোল্লা গ্রামের বাসায় উঠেছিলেন?
ক. গ্রীষ্মকাল খ. শীতকাল
গ. বর্ষাকাল ঘ. বসন্তকাল
সঠিক উত্তর : ক
৪. লেখক বাসার সঙ্গে কী পেলেন?
ক. আসবাব খ. চাকর
গ. বাগান ঘ. গাড়ি
সঠিক উত্তর : খ
৫. কে লেখককে আবদুর রহমানের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন?
ক. অধ্যক্ষ জিরার খ. হরফন–মৌলা
গ. লেখকের বন্ধু ঘ. প্রবাস বন্ধু
সঠিক উত্তর : ক
৬. কাবুলের মানুষ কয় পেয়ালা কাবুলি সবুজ চা খেয়ে অভ্যস্ত?
ক. এক–দুই পেয়ালা খ. দুই–তিন পেয়ালা
গ. তিন–চার পেয়ালা ঘ. পাঁচ–ছয় পেয়ালা
সঠিক উত্তর : ঘ
৭. ‘জুতো বুরুশ থেকে খুনখারাবি’ — সব কাজ করে দেবে কে?
ক. জিরার সাহেব খ. আবদুর রহমান
গ. লেখকের বন্ধু ঘ. প্রবাস বন্ধু
সঠিক উত্তর : খ
৮. আবদুর রহমানকে ‘হরফন–মৌলা’ বলা হয়েছে কেন?
ক. ভালো রান্না জানেন বলে
খ. বিশাল দেহের অধিকারী বলে
গ. অত্যন্ত বিনয়ী স্বভাবের বলে
ঘ. বহুমুখী কাজে পারদর্শী বলে
সঠিক উত্তর : ঘ
৯. লেখক আবদুর রহমানকে নরদানবের সঙ্গে তুলনা করেছেন কেন?
ক. বিশাল আকৃতির শরীরের কারণে
খ. দেখতে ভয়াবহ ছিলেন বলে
গ. তাঁকে দেখে ভয় পাওয়ার কারণে
ঘ. বড় বোঝা বহনে সক্ষম বলে
সঠিক উত্তর : ক
১০. সুমনের কুস্তিগির মামার বিশাল বপু যে কারও মনে ভয় ধরিয়ে দেয়। সুমনের মামা ‘প্রবাস বন্ধু’ ভ্রমণকাহিনির কার সঙ্গে তুলনীয়?
ক. জিরার সাহেব খ. লেখক
গ. আবদুর রহমান ঘ. ভীমসেনের
সঠিক উত্তর : গ
১১. লেখকের মতে, আবদুর রহমান কিসের অপরূপ রূপে মজেছিল?
ক. ডাবরের খ. কার্পেটের
গ. বরফের ঘ. খাবারের
সঠিক উত্তর : খ
১২. আবদুর রহমানের পরনে কী ছিল?
ক. সিলাওয়ার, কুর্তা আর ওয়াসকিট
খ. লুঙ্গি ও গেঞ্জি
গ. পাঞ্জাবি ও লুঙ্গি
ঘ. সিলাওয়ার আর ওয়াসকিট
সঠিক উত্তর : ক
১৩. আবদুর রহমানের চোখ দুটোকে লেখক ‘পাণ্ডুয়ার’ সঙ্গে তুলনা করেছেন কেন?
ক. ডাগর ও ভাসা বলে
খ. আয়তলোচন বলে
গ. কালো ও বড় বলে
ঘ. ছোট ও মিনমিনে বলে
সঠিক উত্তর : ক
১৪. লেখক আবদুর রহমানকে কার সঙ্গে তুলনা করেছেন?
ক. কুস্তিগির খ. বীরযোদ্ধা
গ. ভীমসেন ঘ. পালোয়ান
সঠিক উত্তর : গ
১৫. গ্রীষ্মকালে খাজামোল্লা গ্রামে বরফ আসে কোত্থেকে?
ক. কাবুল শহর খ. বরফকল
গ. পাগমানের পাহাড় ঘ. তুষারপাত
সঠিক উত্তর : গ
১৬. পর্বতপ্রমাণ বোঝা বইবার ক্ষেত্রে আবদুর রহমানের ভেতর কোনটির অভাব লক্ষ করা যায়?
ক. শক্তির খ. বুদ্ধির
গ. ধৈর্যের ঘ. সময়ের
সঠিক উত্তর : খ
১৭. কাবুল নদীর আফগানি নাম কোনটি?
ক. আমু দরিয়া খ. সির দরিয়া
গ. লব–ই–দরিয়া ঘ. খোয়াজ দরিয়া
সঠিক উত্তর : গ
১৮. মঁসিয়ে জিরার কী হাঁকিয়ে বাড়ি ফিরছিলেন?
ক. টমটম খ. মোটর
গ. টাঙা ঘ. রথ
সঠিক উত্তর : খ
১৯. কয়টি বোম্বাই সাইজের শামি কাবাব খেতে দেওয়া হয়েছিল?
ক. সাতটি খ. আষ্টেক
গ. নয়টি ঘ. দশটি
সঠিক উত্তর : খ
২০. অল্প শোকে কাতর, অধিক শোকে কী?
ক. আতর খ. পাথর
গ. লাচার ঘ. কাতর
সঠিক উত্তর : খ
২১. ‘অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর।’ – এর সঙ্গে তুলনা করা যায় কোনটিকে?
ক. সলিলসমাধি খ. ভিজেবিড়াল
গ. কিংকর্তব্যবিমূঢ় ঘ. আক্কেলগুড়ুম
সঠিক উত্তর : গ
২২. আবদুর রহমানের আনা ফালুদা লেখক খাননি কেন?
ক. নষ্ট হয়ে গিয়েছিল খ. ঘ্রাণ ভালো লাগেনি
গ. পরে খাবেন বলে ঘ. অপছন্দের বলে
সঠিক উত্তর : ঘ
২৩. লেখক কোন জাতীয় খাবার পছন্দ করেন না?
ক. মিষ্টি খ. ঝাল
গ. নোনতা ঘ. টক
সঠিক উত্তর : ক
২৪. আবদুর রহমান ওপরের বরফ সরিয়ে নিচে কী দেখাল?
ক. আপেল খ. আঙুর
গ. ফালুদা ঘ. বেদানা
সঠিক উত্তর : খ
২৫. তামাম আফগানিস্তানে কোনটি মশহুর?
ক. ফালুদা খ. বাদাম
গ. আখরোট ঘ. বাগেবালার বরফি আঙুর
সঠিক উত্তর : ঘ
২৬. আঙুর খেতে গিয়ে লেখকের ব্রহ্মরন্ধ্র ঝিনঝিন করে উঠেছিল কেন?
ক. প্রচণ্ড মিষ্টি হওয়ায় খ. প্রচণ্ড টক হওয়ায়
গ. প্রচণ্ড ঠান্ডা হওয়ায় ঘ. প্রচণ্ড গরম হওয়ায়
সঠিক উত্তর : গ
২৭. আবদুর রহমানের মতে, লেখক পানশির গেলে কোনটি দেখে মুগ্ধ হবেন?
ক. বরফের পতন খ. জলপ্রপাতের সৌন্দর্য
গ. চা–বাগান ঘ. মেঘের ঘনঘটা
সঠিক উত্তর : ক
২৮. ‘সে বড় খুশি বাৎ হবে হুজুর’ — আবদুর রহমান কেন এ কথা বলেছে?
ক. লেখক তার এলাকায় যাবেন শুনে
খ. লেখক কাবুল যেতে চাওয়ায়
গ. লেখকের বিয়ে ঠিক হওয়ায়
ঘ. লেখকের নতুন চাকরি হওয়ায়
সঠিক উত্তর : ক
২৯. পানশিরে বরফ পড়া থেমে যাওয়ার সঙ্গে ক্ষুধা বৃদ্ধি পাওয়ার সম্পর্ক হচ্ছে —
i. আয়ু বেড়ে যাবে
ii. রোগবালাই দূর হবে
iii. ক্ষুধা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : খ
৩০. ‘ওরভোয়া’ বাক্যবন্ধটি কোন ভাষার?
ক. ফারসি খ. ফরাসি
গ. স্প্যানিশ ঘ. পর্তুগিজ
সঠিক উত্তর : খ
৩১. ‘ওরভোয়া’ মানে কী?
ক. বিকেলে দেখা হবে
খ. আবার দেখা হবে
গ. পরে দেখা হবে
ঘ. যখন দেখা হবে
সঠিক উত্তর : খ
৩২. ‘মর্তমান দ্বীপ’ কোন দেশে অবস্থিত?
ক. বাংলাদেশ খ. মিয়ানমার
গ. আফগানিস্তান ঘ. ফ্রান্স
সঠিক উত্তর : খ
৩৩. ‘পান্তুয়া’ কী?
ক. একজাতীয় মিষ্টি খ. একজাতীয় ফল
গ. একজাতীয় সবজি ঘ. একজাতীয় মসলা
সঠিক উত্তর : ক
৩৪. ‘তাগদ’ শব্দের অর্থ কী?
ক. শক্তি খ. আগুন
গ. ক্ষয় ঘ. বৃদ্ধি
সঠিক উত্তর : ক
৩৫. ‘পুনরপি’ শব্দের অর্থ কী?
ক. পুনরায় খ. একবার
গ. সব সময় ঘ. কখনোই না
সঠিক উত্তর : ক
৩৬. ‘ব্রহ্মরন্ধ্র’ শব্দের অর্থ কী?
ক. দেবতা খ. তালুর কেন্দ্রবতী ছিদ্র
গ. হাতের তালু ঘ. পায়ের তালু
সঠিক উত্তর : খ
৩৭. ‘বপু’ শব্দের অর্থ কী?
ক. দেহ খ. ছোট দেহ
গ. বড় দেহ ঘ. পেট
সঠিক উত্তর : ক
৩৮. লব–ই–দরিয়া কী?
ক. একটি পাহাড় খ. কাবুলের পর্বত
গ. কাবুলের নদী ঘ. একটি রাস্তার নাম
সঠিক উত্তর : গ
৩৯. ‘কার গোয়াল কে দেয় ধোঁয়া’—লেখক আবদুর রহমানের ভেতর কী দেখে এ কথা বলেছেন?
ক. আন্তরিকতার বাড়াবাড়ি
খ. শক্তিমত্তার পরিচয়
গ. ভোজনবিলাসের পরিচয়
ঘ. জ্ঞানের বহর
সঠিক উত্তর : ক
৪০. পানশির কোথায়?
ক. উত্তর আফগানিস্তানে
খ. দক্ষিণ আফগানিস্তানে
গ. পূর্ব আফগানিস্তানে
ঘ. পশ্চিম আফগানিস্তানে
সঠিক উত্তর : ক
৪১. আবদুর রহমানের বিবেচনায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কোনটি?
ক. খাজামোল্লা খ. পানশির
গ. কাবুল ঘ. পাগমান
সঠিক উত্তর : খ
৪২. পানশিরের হাওয়ার সঙ্গে সাদৃশ্য রয়েছে কিসের?
ক. ধারালো ছুরি খ. ঘোড়ার তেজ
গ. ঠান্ডা বরফ ঘ. ময়লাহীন ফুল
সঠিক উত্তর : ক
৪৩. শীতকালে পানশিরে একেকবার দম ফেলতে কী পরিমাণ বেমারি বেরিয়ে যাবে?
ক. ১১টি খ. ২০টি
গ. ৬০টি ঘ. ১০০টি
সঠিক উত্তর : ঘ
৪৪. ‘শীতকালটা আমি পানশিরেই কাটাব’—কেন?
ক. পাহাড় দেখার জন্য খ. ভ্রমণের জন্য
গ. প্রাণ বাঁচানোর জন্য ঘ. ঝরনা দেখার জন্য
সঠিক উত্তর : গ
৪৫. ‘মর্তমান জাতের কলা’ উৎপন্ন হয় কোথায়?
ক. বালি দ্বীপে খ. মাদাগাস্কার দ্বীপে
গ. সেন্টমার্টিন দ্বীপে ঘ. মার্তাবান দ্বীপে
সঠিক উত্তর : ঘ
৪৬. সৈয়দ মুজতবা আলীর সঙ্গে সম্পৃক্ত —
i. শান্তিনিকেতন
ii. বিশ্বভারতী
iii. ঢাকা বিশ্ববিদ্যালয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ক
৪৭. সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায়?
ক. মৌলভীবাজারে খ. সিলেট
গ. হবিগঞ্জ ঘ. সুনামগঞ্জ
সঠিক উত্তর : ক
৪৮. সৈয়দ মুজতবা আলীর কর্মজীবন শুরু হয় কোথায়?
ক. আফগানিস্তানে খ. পাকিস্তানে
গ. ভারতেঘ. বাংলাদেশে
সঠিক উত্তর : ক
৪৯. কত সালে সৈয়দ মুজতবা আলী বিশ্বভারতীর রিডার নিযুক্ত হন?
ক. ১৯৬১ খ. ১৯৬২
গ. ১৯৬৩ ঘ. ১৯৬৪
সঠিক উত্তর : ক
৫০. সৈয়দ মুজতবা আলী কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯০৪ সালে খ. ১৯০৫ সালে
গ. ১৯০৬ সালে ঘ. ১৯০৭ সালে
সঠিক উত্তর : ক
৫১. সৈয়দ মুজতবা আলী কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৭২ সালে খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৯ সালে ঘ. ১৯৮০ সালে
সঠিক উত্তর : খ
৫২. খাজামোল্লা গ্রাম কাবুল থেকে কত মাইল দূরে?
ক. দুই মাইল খ. আড়াই মাইল
গ. তিন মাইল ঘ. চার মাইল
সঠিক উত্তর : খ
৫৩. ‘দারুল আমান’ শব্দের অর্থ কী?
ক. ট্রেন খ. বাস
গ. ঝরনা ঘ. উড়োজাহাজ
সঠিক উত্তর : ক
৫৪. ‘প্রবাস বন্ধু’ সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থের অন্তর্গত?
ক. পঞ্চতন্ত্র খ. চাচা কাহিনী
গ. শবনম ঘ. দেশে-বিদেশে
সঠিক উত্তর : ঘ
৫৫. আফগানিস্তানের রাজধানীর নাম কী?
ক. দিল্লি খ. ইসলামাবাদ
গ. তেহরান ঘ. কাবুল
সঠিক উত্তর : ঘ
৫৬. আবদুর রহমানের স্বভাবের কোন দিকটিতে কখনো কখনো লেখকের ধৈর্যচ্যুতি ঘটেছে—
i. দেশপ্রেমে
ii. আতিথেয়তায়
iii. সরলতায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৫৭. সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ঐ কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। উক্তিটিতে প্রকাশ পেয়েছে —
i. আনুগত্যবোধ
ii. শ্রদ্ধা ও আন্তরিকতা
iii. সরলতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৫৮. ‘কী কী রাঁধতে জানো?’ — আবদুর রহমান যা যা রাঁধতে পারে —
i. পোলাও
ii. কোরমা
iii. কাবাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর : ঘ
৫৯. বাগেবালার বরফি আঙুর তামাম আফগানিস্থানে মশহুর। ‘মশহুর’ অর্থ কী?
ক. পরিচিত খ. বিখ্যাত
গ. প্রয়োজনীয় ঘ. উদ্দেশ্য
সঠিক উত্তর : খ
৬০. পানশির কোথায়?
ক. পশ্চিম আফগানিস্তান
খ. দক্ষিণ আফগানিস্তান
গ. পূর্ব আফগানিস্তান
ঘ. উত্তর আফগানিস্তান
সঠিক উত্তর : ঘ