কম্পিউটার বিষয়ক প্রশ্ন ও উত্তর (পর্ব-২)

 

 

 

 

 

 

প্রশ্ন-১। কম্পিউটার কে আবিস্কার করেন?

উত্তরঃ কম্পিউটার আবিস্কার করেন হাওয়ার্ড এইকিন।

 

প্রশ্ন-২। কাজের ধরণ ও প্রকৃতির উপর নির্ভর করে কম্পিউটারকে কত ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ কাজের ধরণ ও প্রকৃতির উপর নির্ভর করে কম্পিউটারকে ৩ ভাগে ভাগ করা যায়।

 

প্রশ্ন-৩। ফার্মওয়্যার (Firmware) কাকে বলে?

উত্তরঃ কম্পিউটার তৈরি করার সময় এর মেমোরিতে

প্রশ্ন-১। কম্পিউটার কে আবিস্কার করেন?

উত্তরঃ কম্পিউটার আবিস্কার করেন হাওয়ার্ড এইকিন।

 

প্রশ্ন-২। কাজের ধরণ ও প্রকৃতির উপর নির্ভর করে কম্পিউটারকে কত ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ কাজের ধরণ ও প্রকৃতির উপর নির্ভর করে কম্পিউটারকে ৩ ভাগে ভাগ করা যায়।

 

প্রশ্ন-৩। ফার্মওয়্যার (Firmware) কাকে বলে?

উত্তরঃ কম্পিউটার তৈরি করার সময় এর মেমোরিতে যে সকল প্রোগ্রামসমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করে দেওয়া হয়, তাকে ফার্মওয়্যার (Firmware) বলে।

 

 

প্রশ্ন-৪। মাল্টিমিডিয়া (Multimedia) কাকে বলে?

উত্তরঃ মাল্টিমিডিয়া হলো বহুমাধ্যম। অর্থাৎ, শব্দ, বর্ণ ও চিত্রের যে সমন্বিত রূপ ডিজিটাল যন্ত্রের মাধ্যমে প্রকাশিত হয় তাকে মাল্টিমিডিয়া বলে।

 

প্রশ্ন-৫। প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি?

উত্তরঃ প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম Mark-1।

 

প্রশ্ন-৬। প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম কি?

উত্তরঃ প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম এ্যালটেয়ার ৮৮০০।

 

প্রশ্ন-৭। প্রথম মিনি কম্পিউটারের নাম কি?

উত্তরঃ প্রথম মিনি কম্পিউটারের নাম পিডিপি-১।

 

প্রশ্ন-৮। মিনি কম্পিউটারের জন্মদাতা কে?

উত্তরঃ মিনি কম্পিউটারের জন্মদাতা কেনেথ এইচ ওলসেন।

 

প্রশ্ন-৯। মানব মস্তিষ্কের কোন বৈশিষ্ট্য কম্পিউটারে নেই?

উত্তরঃ মানব মস্তিষ্কের যে বৈশিষ্ট্য কম্পিউটারে নেই তা হলো বুদ্ধি বিবেচনা।

 

প্রশ্ন-১০। পামটম কি?

উত্তরঃ পামটম একধরণের ছোট কম্পিউটার।

 

প্রশ্ন-১১। কত সালে বাংলাদেশে কম্পিউটার স্থাপিত হয়?

উত্তরঃ বাংলাদেশে কম্পিউটার স্থাপিত হয় ১৯৬৪ সালে।

 

প্রশ্ন-১২। সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম কি?

উত্তরঃ সর্বপ্রথম প্রবর্তিত বাংলা লেখা সফটওয়্যারের নাম -শহিদ লিপি।

 

প্রশ্ন-১৩। শহিদ লিপি সফটওয়্যার কত সালে প্রবর্তন করা হয়?

উত্তরঃ শহিদ লিপি সফটওয়্যার প্রবর্তন করা হয় ১৯৮৫ সালে।

 

প্রশ্ন-১৪। এলাইনমেন্ট কয় ধরণের?

উত্তরঃ এলাইনমেন্ট ৪ ধরণের।

 

প্রশ্ন-১৫। মাইক্রোসফট ওয়ার্ড চালুর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে কোনটি খোলে?

উত্তরঃ মাইক্রোসফট ওয়ার্ড চালুর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে খোলে নতুন ডকুমেন্ট।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১৬। Backup প্রোগ্রাম বলতে কি বুঝায়?
উত্তরঃ Backup প্রোগ্রাম বলতে নির্ধারিত ফাইল কপি করাকে বুঝায়।

প্রশ্ন-১৭। ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগকরণ যন্ত্র তৈরী হয় কত সালে?
উত্তরঃ ডিফারেন্স ইঞ্জিন বা বিয়োগকরণ যন্ত্র তৈরী হয় ১৭৮৬ সালে।

প্রশ্ন-১৮। কম্পিউটারের বায়োস সংরক্ষিত থাকে কোথায়?
উত্তরঃ কম্পিউটারের বায়োস ROM-এ সংরক্ষিত থাকে।

প্রশ্ন-১৯। কখন প্রথম মাইক্রোপ্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে?
উত্তরঃ প্রথম মাইক্রোপ্রসেসর প্রযুক্তির আবির্ভাব ঘটে ১৯৮১ সালে।

প্রশ্ন-২০। প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী?
উত্তরঃ প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম – ইউনিভ্যাক।