ষষ্ঠ অধ্যায় : ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা (হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা), ষষ্ঠ শ্রেণি

প্রশ্ন-১। সত্যকামের মায়ের নাম কি?

 

উত্তরঃ জবালা।

 

প্রশ্ন-২। ক্ষমা কিসের লক্ষণ?

 

 

 

 

 

 

 

 

 

উত্তরঃ মহত্ত্বের।

 

প্রশ্ন-৩। সত্য প্রকাশ করা কাদের জীবনের একমাত্র ব্রত?

 

উত্তরঃ মহাপুরুষদের।

 

প্রশ্ন-৪। গৌতমের আশ্রমে আসা বালকটির নাম কি ছিল?

 

উত্তরঃ সত্যকাম।

 

প্রশ্ন-৫। ঋষি কাকে বুকে টেনে আলিঙ্গন করলেন?

 

উত্তরঃ সত্যকামকে।

 

প্রশ্ন-৬। নৈতিক শিক্ষার প্রয়োজন কেন?

 

উত্তরঃ মানবিক মূল্যবোধ সৃষ্টির জন্য।

 

প্রশ্ন-৭। সত্যবাদিতা কাকে বলে?

 

উত্তরঃ গোপন না করে অকপটে সবকিছু প্রকাশ করাকে সত্যবাদিতা বলে।

 

প্রশ্ন-৮। নৈতিক শিক্ষা বলতে কী বোঝ?

 

 

উত্তরঃ ‘নীতি’ শব্দ থেকে ‘নৈতিক’ শব্দের উৎপত্তি। যে শিক্ষা দ্বারা মানুষের মনে নীতিবোধ জন্মে, কিছু আচার ও নিয়ম-কানুন আয়ত্ত হয়, তাকে নৈতিক শিক্ষা বলে। নৈতিক শিক্ষা ধর্মের অঙ্গ।

 

প্রশ্ন-৯। ধর্মের বাহ্য লক্ষণগুলো কি কি?

 

 

 

 

 

 

 

 

উত্তরঃ ধর্মের দশটি বাহ্য লক্ষণ রয়েছে। যথা- সহিষ্ণুতা, ক্ষমা, দয়া, চুরি না করা, শুচিতা, ইন্দ্রিয়-সংযম, শুভবুদ্ধি, জ্ঞান, সত্য ও অক্রোধ