ডেটা বাস হচ্ছে তথ্য আদান-প্রদান মাধ্যম, যে মাধ্যমের সাহায্যে ডেটা কম্পিউটারের ইনপুট/আউটপুট ডিভাইস থেকে সিপিইউ এবং সিপিইউ থেকে মেমোরি বা মেমোরি থেকে সিপিইউ এ স্থানান্তর করে। ডেটা বাসের মাধ্যমের ডেটা উভয় দিকেই যাতায়াত করতে পারে। এজন্য একে Bidirectional বাস বলে। ডাটা বাস ৮, ১৬, ৩২ ও ৬৪ বিট এর হতে পারে।
বৈশিষ্ট্য :
১. ডেটা বাস হচ্ছে ইনপুট/আউটপুটের সার্কিট থেকে বের হয়ে আসা একগুচ্ছ তার।
২. ডেটা বাস ৮, ১৬, ৩২ বা ৬৪ বিটের হয়।
৩. ডেটা বাসের মাধ্যমে ডাটা আদান-প্রদান করা যায়