ঐকতান কবিতার প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন।

 

প্রশ্ন-২। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কী?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘বনফুল’।

 

প্রশ্ন-৩। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ কোনটি?

উত্তরঃ ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-৪। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

 

প্রশ্ন-৫। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৪১ সালে মৃত্যুবরণ করেন।

 

প্রশ্ন-৬। ‘ঐকতান’ কবিতাটি কার লেখা?

উত্তরঃ ‘ঐকতান’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।

 

প্রশ্ন-৭। ‘ঐকতান’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

উত্তরঃ ‘ঐকতান’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মদিনে’ কাব্যগ্রন্থের অন্তর্গত।

 

প্রশ্ন-৮। ‘ঐকতান’ কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তরঃ ‘ঐকতান’ কবিতাটি সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত।

 

প্রশ্ন-৯। ‘ঐকতান’ কবিতাটি কবির কোন ধরনের রচনা?

উত্তরঃ ‘ঐকতান’ কবিতাটি কবির আত্মসমালোচনামূলক রচনা।

 

প্রশ্ন-১০। ‘প্রবাসী’ পত্রিকার কোন সংখ্যায় ‘ঐকতান’ কবিতাটি প্রকাশিত হয়?

উত্তরঃ ‘প্রবাসী’ পত্রিকার ১৩৪৭ বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যায় ‘ঐকতান’ কবিতাটি প্রকাশিত হয়।

 

প্রশ্ন-১১। ‘ঐকতান’ শব্দের অর্থ কী?

উত্তরঃ ‘ঐকতান’ শব্দের অর্থ— বিভিন্ন বদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট সুর।

 

প্রশ্ন-১২। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘ঐকতান’ কবিতায় নিজেকে কী বলে পরিচয় দিয়েছেন?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘ঐকতান’ কবিতায় নিজেকে পৃথিবীর কবি বলে পরিচয় দিয়েছেন।

 

প্রশ্ন-১৩। ‘ঐকতান’ কবিতাটি কবির কীসের স্বীকারোক্তি?

উত্তরঃ ‘ঐকতান’ কবিতাটি কবির অপূর্ণতার স্বীকারোক্তি।

 

প্রশ্ন-১৪। কবি অকপটে কী মেনে নিয়েছেন?

উত্তরঃ কবি অকপটে নিজের সুরের অপূর্ণতা মেনে নিয়েছেন।

 

প্রশ্ন-১৫। ‘ঐকতান’ কবিতায় ‘বিপুলা’ শব্দটি দিয়ে কী বোঝানো হয়েছে?

উত্তরঃ ‘ঐকতান’ কবিতায় ‘বিপুলা’ শব্দটি দিয়ে নারীবাচক শব্দ হিসেবে পৃথিবীকে নির্দেশ করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-১৬। কীসের আয়োজন কবির মনজুড় থাকে?
উত্তরঃ বিশাল বিশ্বের আয়োজন কবির  মনজুড়ে থাকে।

প্রশ্ন-১৭। কবিরা কীসের জন্যে কবিতা রচনা করেন?
উত্তরঃ কবিরা রস সৃষ্টির জন্যে কবিতা রচনা করেন।

প্রশ্ন-১৮। ‘উদবারি’ অর্থ কী?
উত্তরঃ ‘উদবারি’ অর্থ উপরে বা ঊর্ধ্বে প্রকাশ করে দাও।

প্রশ্ন-১৯। কোন ধরনের পণ্যে গানের পাসরা ব্যর্থ হয়?
উত্তরঃ কৃত্রিম পণ্যে গানের পাসরা ব্যর্থ হয়।

প্রশ্ন-২০। কবি কাদের বাণী শুনতে চেয়েছেন?
উত্তরঃ কাছে থেকে দূরে যারা কবি তাদের বাণী শুনতে চেয়েছেন।

প্রশ্ন-২১। ‘ঐকতান’ কবিতার কবি বিপুলা এ পৃথিবীর সর্বত্র কী খুঁজে পাননি?
উত্তরঃ ‘ঐকতান’ কবিতার কবি বিপুলা এ পৃথিবীর সর্বত্র প্রবেশের দ্বারা খুঁজে পাননি।

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন-১. কবি বিপুলা এ পৃথিবীর সবকিছু জানেন না কেন?

উত্তর : সংক্ষিপ্ত জীবনে জ্ঞানের অপূর্ণতার কারণে কবি বিপুলা এ পৃথিবীর সবকিছু জানেন না।
বিশাল এই পৃথিবীতে রয়েছে কত দেশ, নগর, রাজধানী, মানুষের কত কীর্তি, নদী-গিরি-সিন্ধু-মরুভূমি, কত অজানা জীব, অপরিচিত তরু। সৃষ্টিজগতের এই সব সৃষ্টির উপাদান কবির অগোচরে রয়ে যাচ্ছে। কবির মন বিশাল এই বিশ্বের আয়োজনের অতি ক্ষুদ্র এক কোণে পড়ে আছে। তাই কবির এই সংকীর্ণ জীবনের অর্জিত জ্ঞানের সুধা দ্বারা বিশাল পৃথিবীর সব কিছু অবলোকন করা সম্ভব হয় না।