অষ্টম অধ্যায় : চতুর্ভুজ (গণিত), অষ্টম শ্রেণি

প্রশ্ন-১। কোনটি রম্বসের বৈশিষ্ট্য?

উত্তরঃ প্রত্যেকই বাহুই সমান।

 

প্রশ্ন-২। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত?

উত্তরঃ 360°।

 

প্রশ্ন-৩। সামান্তরিকের একটি কোণ 90° হলে তাকে কি বলা হয়?

উত্তরঃ আয়ত।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রশ্ন-৪। ঘুড়ির চার কোণের সমষ্টি কত?
উত্তরঃ 360°।

প্রশ্ন-৫। একটি আয়তকার ঘনবস্তুর ধার কয়টি?
উত্তরঃ ১২টি।

প্রশ্ন-৬। কোনো চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কর্ণদ্বয় অসমান হলে, চতুর্ভুজটির নাম কী?
উত্তরঃ রম্বস।

প্রশ্ন-৭। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি?
উত্তরঃ সমান্তরাল বাহুদ্বয়ের গড় X উচ্চতা।

প্রশ্ন-৮। কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে?
উত্তরঃ রম্বস।

প্রশ্ন-৯। চতুর্ভুজের বাহু কাকে বলে?
উত্তরঃ যে চারটি রেখাংশ দ্বারা চতুর্ভুজ আবদ্ধ থাকে ঐ রেখাংশগুলোকে চতুর্ভুজের বাহু বলে।

প্রশ্ন-১০। কর্ণ কাকে বলে?
উত্তরঃ চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কর্ণ বলে।

প্রশ্ন-১১। সামান্তরিক কাকে বলে?
উত্তরঃ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে।

প্রশ্ন-১২। আয়ত কাকে বলে?
উত্তরঃ যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ এক সমকোণ তাকে আয়ত বলে।

প্রশ্ন-১৩। রম্বস কাকে বলে?
উত্তরঃ যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে রম্বস বলে।

প্রশ্ন-১৪। বর্গ কাকে বলে?
উত্তরঃ যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ তাকে বর্গ বলে।

প্রশ্ন-১৫। ট্রাপিজিয়াম কাকে বলে?
উত্তরঃ যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে।

প্রশ্ন-১৬। ঘুড়ি কাকে বলে?
উত্তরঃ যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে।